![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল ফোনের অপরাধ নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নানা ধরণের উদ্যোগ নিয়েছে সর০কার। কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপরাধীদের। এবার জাতীয় পরিচয়পত্রের সার্ভার ব্যভারের অনুমতি দেয়া হচ্ছে মোবাইল অপারেটরদের। যাতে মোবাইল ফোন অপারেটররাই গ্রাহকের পরিচয় নিশ্চিত হয়ে সিম কার্ডটি চালু করতে পারে। শুধু সিমকার্ড রেজিষ্ট্রেশনে বাধ্যবাধকতাই নয়, মোবাইল সেটের ব্যাপারেও কঠোর নীতিমালা তৈরি হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে সঘটিত বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত, হ্যান্ডসেট চুরি বা ছিনতি রোধ এবং নকল হ্যান্ডসেত বিক্রি বন্ধে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমাআই) নম্বর শনাক্তকরনের ব্যবস্থাও গ্রহণ করছে সরকার। আইএমইয়াই নম্বর নিবন্ধন ও এটি শনাক্ত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনআইআর) ব্যবস্থার খসড়া নির্দেশনাও সম্প্রতি তৈরি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সংগে মোবাইল ফোন অপারেটরদের সংযুক্ত করতে পারলে ভুয়া নামে রেজিষ্ট্রেশনের সুযোগ থাকবে না। এতে পরিচয় পত্রের সার্ভার ব্যভারের সুযোগ পাবে অপারেটররা। এতে আরো একটি লাভ আছে। তা হল- বাংলাদেশে দৈনিক গড়ে বিদেশ থেকে সাড়ে চার কোটি মিনিট বৈধ কল আসছে। অবৈধ কলের সংখ্যা কমানো গেলে বৈধ কলের সংখ্যা দৈনিক আট কোটি মিনিটে উন্নীত করা সম্ভব। সিম নিবন্ধন নিশ্চিত করা গেলে অবশ্যই এই কল বাড়বে, বিশ্বাস সংশ্লিষ্ট কতৃপক্ষের।
©somewhere in net ltd.