নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং একটি বড় রপ্তানি খাতে পরিণত হয়েছে। এটি রপ্তানিতে ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬

কয়েক বছর আগেও গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যআমদানি করতে হতো। এখন এটিও বড় রপ্তানি খাতে পরিণত হয়েছে। গত অর্থবছরে এ পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪১০ কোটি ডলার। আগামী চার বছরের মধ্যে এ হার এক হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসেরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি। বর্তমানে বিজিএপিএমইএর অধীনে শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনকারী এক হাজার ২০০ গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যপোশাকশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পে সরবরাহ করা হয়। গার্মেন্ট এক্সেসরিজের আন্তর্জাতিক মেলা আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ঢাকায়। মেলায় গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের যন্ত্রপাতি, কাঁচামাল ও তৈরি করা শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে পলিব্যাগ, হ্যাঙ্গার, বাটন, ইলাস্টিকসহ ৩৫ ধরনের পণ্য। মেলা উপলক্ষে দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা নিজেদের মধ্যে ব্যবসায়িক আলোচনার সুযোগ পাবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.