![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯টিরই ভূগর্ভস্থ পানিতে রয়েছে আর্সেনিকের বিষ। সেচের পানির মাধ্যমে আর্সেনিক ছড়িয়ে পড়েছে ফসল-ফলাদিতেও। এই যখন ভয়াল চিত্র, তখন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) জানাচ্ছে আশার কথা। ব্রির বিজ্ঞানীরা টানা তিন বছর ধানের জিন বা জন্মরহস্য নিয়ে গবেষণা করে চিহ্নিত করেছেন আর্সেনিক সহনশীল ধানের একটি জাত। ফলে আর্সেনিক উপদ্রুত এলাকায় কৃষকের মাঠে যেমন ফলবে সোনালি ফসল, তেমনি মানবদেহের জন্যও তা হবে সমান নিরাপদ। ফরিদপুরে টানা তিন বছর গবেষণার পর ‘ব্রি-৪৭’ নামের দেশি জাতের ধানে এসেছে এ সাফল্য। তবে সর্বোচ্চ সাফল্য পেতে আরো বছরখানেক অপেক্ষা করতে হবে। ব্রি-৪৭ ধান মাত্রার চেয়ে কম আর্সেনিক ধারণ করে বলে প্রকল্প-সংশ্লিষ্টরা জানান। ব্যাপক চাষাবাদে কৃষকের ঘরে ঘরে এই সাফল্য ছড়িয়ে দেয়া এখন সময়ের ব্যাপার। এ জন্য নানান জাতের ধান নিয়ে এখনো গবেষণা চলছে’। সংশ্লিষ্টদের মতে, পেটেন্ট করার পর এই জাতের ধানবীজ বিদেশেও রপ্তানি করা সম্ভব। কৃষি উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে বর্তমান সরকার যথেষ্ট নজরদারি রয়েছে।
©somewhere in net ltd.