নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শুধু খাবার পানি নয়, পরিবেশের জন্য ভবিষ্যতের হুমকি এড়াতে, মেগাসিটি ঢাকার পানির চাহিদা পূরণে পদ্মা নদীর পানি পরিশোধন করে সরবরাহের মহাপরিকল্পনা বর্তমান সরকারের

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

ভূগর্ভস্থ পানি ছাড়াই রাজধানীর বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর মহাপরিকল্পনা বর্তমান সরকারের। এজন্য বিকল্প হিসেবে নদীর পানি ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেড় কোটি জনসংখ্যার এ মেগাসিটির পানির চাহিদা পূরণে পদ্মা নদীর পানি পরিশোধন করে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে বর্তমান মহাজোট সরকার। বাড়তি জনসংখ্যা চাপের ফলে প্রতিদিনই ঢাকায় পানির চাহিদা বাড়ছে। মহানগরীতে প্রতিদিন ২৪৫ থেকে ২৫০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। এর মধ্যে দিনে গড়ে ২২৫ থেকে ২৩০ কোটি লিটার পানি সরবরাহ করা হয়। দিনে ঘাটতি থাকছে প্রায় ২০ কোটি লিটার। এছাড়া উত্তরোত্তর চাহিদা বাড়ায় আগামী দুই বছরে তা ৩০০ কোটি লিটারে উপনীত হতে পারে। এদিকে বর্তমানে সরবরাহকৃত পানির বেশিরভাগই ভূগর্ভ থেকে তোলা। এতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বিপুল পরিমাণ পানি উত্তোলনের ফলে প্রতিবছর পানির স্তর ২ থেকে ৩ মিটার নিচে নেমে যাচ্ছে। যা শুধু পরিবেশেই নয়, ভবিষ্যতে খাবার পানি সরবরাহের জন্যও হুমকি। তাছাড়া বর্তমানে ঢাকায় শীতলক্ষ্যার পানি সরবরাহ করা হয়। কিন্তু তার মান দিন দিন খারাপ হচ্ছে, যা পরিশোধনও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আগাম হিসেবে পানি সরবরাহের এ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। দুটি নদী থেকে প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এতে ঢাকায় আর পানির কোনো ঘাটতি বা সঙ্কট থাকবে না বলে মনে করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.