নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ফলে প্রতিমাসে প্রায় ৯০ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিতে পারছে। এ সেবা আরও সহজতর করতে হেলথ বুলেটিন ’১৩ প্রকাশ করেছে সরকার

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯

সরকারী স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সেবা প্রদানের মাত্রার ব্যাপক বিস্তার ঘটেছে। জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক চালু, স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশের ৯৯ ভাগ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিসেবার ব্যবস্থা। বর্তমানে প্রতি মাসে ৮০ থেকে ৯০ লাখ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নেন। দেশে অনুর্ধ ১২ মাস বয়সের শিশুদের সকল টিকা প্রাপ্তির হার ৮১ ভাগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকারের আমলে স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বর্তমানেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে সরকার। শুধু তাই নয়, নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সেক্টরের সকল অনিয়ম ও দুর্নীতি কঠোর হাতে দমন করা হচ্ছে। অবৈধ ও নিম্নমানের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মফস্বলে কর্মরত চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হচ্ছে। হেলথ বুলেটিন ২০১৩ শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিসহ স্বাস্থ্য বলতে বৃহত্তর অর্থে বোঝানো হয়েছে। দেশের সর্বত্র যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে এই বুলেটিন সহায়ক ভূমিকা রাখবে। হেলথ বুলেটিন ২০১৩ এ মোট ২৬১ পৃষ্ঠায় ১৯টি বিষয়ভিত্তিক অধ্যায় এবং ১১টি অবশ্য পাঠ্য পরিশিষ্টে বিস্তারিতভাবে দেশের স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর থেকে দেশবাসী স্বাস্থ্য সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। দেশ যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে তা এই খাত দেখে কিছুটা হলেও অনুধাবন করা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.