নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শিশু ও মাতৃমৃত্যুরোধে কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ডাক্তার, লোকবল ও সেবা-সরঞ্জাম বৃদ্ধি, প্রশিক্ষিত ও দক্ষ টেকনেশিয়ান এবং অ্যাম্বুলেন্সসহ সকল ধরনের সেবা নিশ্চিত করণে সরকারের কঠোর অবস্থান

৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

অপেক্ষাকৃত দুর্বল স্বাস্থ্যসেবা, দুর্গম এলাকায় ডাক্তারদের অনুপস্থিতি, গাইনি ডাক্তার, অপারেশন সুবিধা ও অ্যাম্বুলেন্স না থাকা, অপ্রশিক্ষিত দাইয়ের হাতে সন্তান প্রসব এবং সর্বোপরি মায়েদের সঙ্কটাপন্ন অবস্থায় প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা সদরে যাতায়াতের অসুবিধার কারণে চর ও উপকূল অঞ্চলে পথেই অসংখ্য মা মৃত্যুবরণ করেন। আর তাই দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমলেও এই অঞ্চলে অবস্থার এখনও উন্নতি হয়নি। সরকার এধরনের সমস্যা রোধে নিষ্ক্রিয় কমিউনিটি ক্লিনিকগুলোকে সক্রিয় করা, কমিউনিটি ক্লিনিকের লোকবল ও সেবা-সরঞ্জাম নিশ্চিত করা, তাদের প্রশিক্ষণ, দক্ষ টেকনেশিয়ান নিয়োগ করা এবং অ্যাম্বুলেন্সসহ সকল সেবা-সরঞ্জাম রক্ষণাবেক্ষণে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে, ডাক্তারী পাসের পর দুর্গম এলাকায় কমপক্ষে ৩ বছর চাকরি বাধ্যতামূলক করার জন্য আইন করা এবং এসব এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোকে মাতৃস্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করা এবং দুর্গম এলাকার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। পাশাপাশি দ্বীপ এলাকার অকেজো সি-অ্যাম্বুলেন্স মেরামত ও চালু করা এবং স্টিমারগুলোর নিয়মিতকরণের উদ্যাগ নিয়েছেন। সরকারের এসকল পদক্ষেপে দুর্গত এলাকার জনগণের সুফল বয়ে আনবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.