![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের চামড়া শিল্প (ট্যানারি) নগরীতে অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১২৭ জন ট্যানারি মালিক তাদের বরাদ্দকৃত প্লটের অনুকূলে লেআউট প্ল্যান জমা দিয়েছেন। অন্যদিকে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাতা প্রতিষ্ঠানকে সিইটিপি'র ড্রইং ও ডিজাইনসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সরকারীভাবে অনুমোদন দেয়া হয়েছে। সরকারের প্রচেষ্টা ও তদারকীতে নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত চামড়া শিল্পনগরীর নির্মাণ কাজ সমাপ্ত করার সরকারীভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পরিবেশের স্বার্থে নয়, আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের রপ্তানি অব্যাহত রাখতে নির্দিষ্ট সময়ে এ প্রকল্প শেষ করতে হবে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য প্রকল্পগুলোর কাজের গুণগতমান বজায় রেখেই দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় ৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ২ হাজার ১০৭ কোটি টাকা। এর মধ্যে রাজস্বখাতে ৫শ' ৪০ কোটি টাকা ও প্রকল্প সাহায্য খাতে ১ হাজার ৫৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের বিপরীতে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শতকরা ৫১ ভাগ বাস্তবায়ন হয়েছে।
©somewhere in net ltd.