নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করে বৈজ্ঞানিক উপায়ে অল্প জায়গায় বেশি ফসল ফলনের কৌশল দেশের প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষিবিদদের গবেষণার নির্দেশনার পাশাপাশি সহযোগিতার আশ্বাস সরকারের

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০



বাংলাদেশ মূলত কৃষিনির্ভর দেশ। ২০১০-১১ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের ১৯ দশমিক ৯৫ শতাংশ এসেছে কৃষি খাত থেকে। কর্মসংস্থান জরিপ পরিবীক্ষণ ২০১২ অনুসারে দেশে কর্মে নিয়োজিত শ্রমশক্তির ৪৩ দশমিক ৩৫ শতাংশ নিয়োজিত রয়েছে কৃষিতে। দেশের খাদ্যশস্যের চাহিদার প্রায় ৯৫ শতাংশ সরবরাহ করে এদেশের কৃষকরা, যাদের ৮৯ দশমিক ৩ শতাংশ হলেন ভূমিহীন, ছোট ও প্রান্তিক চাষী। বাংলাদেশের আয়তন কম হলেও এর রয়েছে ব্যাপক বৈচিত্র্য। এ ছোট আয়তনের দেশে এত বেশি মানুষ বেঁচে আছে কেবল মাটির গুণে। তাই যে করেই হোক, কৃষি জমি রক্ষা এবং কৃষি ব্যবস্থাকে লাভজনক করার বিকল্প নেই। এ লক্ষ্য পুরণেই সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদী কর্মসুচী নিয়েছে। কৃষকরা যাতে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সমাজে টিকে থাকতে পারে, সে জন্য যত দ্রুত সম্ভব কৃষি সংরক্ষণ নীতির বাস্তবায়ন করবে সরকার। খাদ্য নিরাপত্তায় কৃষি সংরক্ষণ নীতি বাস্তবায়ন এবং কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করে বৈজ্ঞানিক উপায়ে অল্প জায়গায় বেশি ফসল ফলনের কৌশল দেশের প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে সরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.