নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্র ও মাঝারি অবকাঠামো উন্নয়ন ও পল্লী এলাকায় সৌর বিদ্যুৎ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সরকার ও এডিবির মধ্যে সহায়তা ঋণ চুক্তি সম্পন্ন। বাস্তবায়নের কার্যক্রম শীঘ্রই শুরু

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

অবকাঠামো উন্নয়ন ও দেশের পল্লী এলাকায় সৌর বিদ্যুৎ স্থাপনে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ১১০ মিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে সংস্থাটি। রোববার সংস্থাটির সঙ্গে সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি সম্পন্ন হয়। সেকেন্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজ (পিপিআইডিএফ-টু) শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। দ্বিতীয় পর্যায়ের এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি অবকাঠামো উন্নয়ন ও পল্লী এলাকায় সৌর বিদ্যুৎ কার্যক্রম বাড়ানো হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। ১০ বছর থেকে দেশে সৌর বিদ্যুৎ কার্যক্রম সফলতার সঙ্গে অব্যাহত রয়েছে। দেশব্যাপী প্রতি মাসে ৬০-৭০ হাজার স্যোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। সৌর বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প পরিচালনা করা হবে। ফলে বিদ্যুতের ওপর চাপ কমবে। ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর থেকে এডিবি বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তা প্রদান করে আসছে। এ প্রকল্পে এডিবির মোট ঋণের মধ্যে সহজ শর্তের ঋণ বা ওসিআর হচ্ছে ১০ মিলিয়ন ডলার। গৃহীত প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। এ জন্য বেশ কয়েকটি খাতকে চিন্তিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিদ্যুৎ উৎপাদন, সড়ক ও সেতু নির্মাণ, রেলওয়ে ও বন্দর উন্নয়ন। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস ও তথ্যপ্রযুক্তি খাতে এ অর্থ ব্যয় করা হবে। সরকার এডিবি থেকে প্রাপ্ত ঋণে সহায়তার অর্থ ইডকলকে প্রদান করবে। ইডকল কতৃপক্ষ তা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার কাছে পুনঃলগ্নি করবে। এ প্রকল্পটি চলতি বছর থেকে ২০১৯ সালের মধ্যে সম্পন্ন করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.