![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ মওসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা যেমন পূরণ হয়েছে তেমনি ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিসহ অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে প্রায় ১০ হাজার কোটি টাকার চাল কৃষকের ঘরে উঠবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় এবার পাঁচ লাখ ৭৫ হাজার ৬১ হেক্টরে বোরো চাষ হয়েছে। এ সব জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ লাখ পাঁচ হাজার ২৩৪ টন। কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়নি। পানির স্তর নিচে নেমে গিয়ে ক্ষতিকর পর্যায়ে সেচ সঙ্কটও সৃষ্টি হয়নি। দু-এক জায়গায় সামান্য সমস্যা হলেও কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে কৃষকেরা সমাধান করছেন। ইতোমধ্যে প্রায় শতভাগ ধানে শীষ বেরিয়ে চাল এসেছে। ফসলের সোনালি হাসিতে কৃষকের চোখে এখন রঙিন স্বপ্ন। হেক্টরে সাড়ে চার টন হিসেবে ১০ জেলায় আবাদকৃত জমিতে ২৫ লাখ ৮৭ হাজার ৭৭৫ টন চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বাজার দর টনপ্রতি ৪০ হাজার টাকা হিসেবে এ চালের দাম ১০ হাজার কোটি টাকার বেশি। উন্নত বীজ ও উন্নত প্রযুক্তি সরবরাহ করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭
টয়ম্যান বলেছেন: দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।
সেই আশায় থাকলাম ।