![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ নিরূপায় না হলে আদালতের দ্বারস্থ হয় না। আদালতই বিচারপ্রার্থী জনগণের শেষ আশ্রয়স্থল। জনগণের জন্য সরকারী খরচে আইনী সহায়তার ব্যবস্থা করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং জনগণের অধিকার বলেই সরকার বিশ্বাস করে। বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী বলেই জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইতোপূর্বে ক্ষমতায় থাকাকালে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানা আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করছে। গত ৫ বছরে ৬৭ হাজার ৯৩৭ জন ব্যক্তি সরকারি আইনি সহায়তা পেয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৫০০জন পুরুষ, ৩৩ হাজার ১৬৬ জন নারী এবং ২৭১ জন শিশু রয়েছেন। এ সময়ের মধ্যে ৬৪টি জেলা কমিটির মাধ্যমে সরকারের আইনি সহায়তায় মামলা নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৮৯৫টি। এর মধ্যে ১৫ হাজার ৭৩৬টি ফৌজদারি এবং ৮ হাজার ১৫৯টি দেওয়ানি মামলা। জেল আপিল নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৪৭টি। এছাড়া গত বছর ৮২৯ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন। শুধু সহায়তা নয়, গরিবের মামলার ভার, বহন করছে সরকার। বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার ও আন্তরিক প্রচেষ্টার ফলে সরকারি আইন সহায়তা কার্যক্রমের ব্যাপক অগ্রগতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছে যা নিরূপায়, অসহায় বিচারপ্রার্থী কখনও অস্বীকার করে না।
©somewhere in net ltd.