![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেওয়ানি কার্যবিধি এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের মাধ্যমে এডিআর এর বিধান অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিষ্পত্তির সহায়ক আইন করা হয়েছে। ফৌজদারি বিচার কার্যক্রমকে আরও ত্বরান্বিত ও দ্রুততার সঙ্গে নিষ্পত্তির লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি সংস্কার করে প্লি বারগেইনিং কনসেপ্ট অন্তর্ভূক্ত করার উদ্যোগ নিয়েছেন বর্তমান সরকার। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের নানা অনিয়মের কারনে আদালতে মামলার জট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আদালতের বাইরে বিকল্প বিরোধ পদ্ধতিতে মিডিয়েটর নিয়োগের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে উইন উইন সিচুয়েশন তৈরি করে বহুসংখ্যক মামলা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এতে করে আদালতের ওপর মামলার চাপ কমবে এবং মামলার জটও হ্রাস পাবে। কোনো প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধির কারণে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের সুপরিকল্পিত, মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই বিচারকার্যের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সংক্রান্ত এ নীতিটি বিচারকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় একজন বিচারকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের জটিল বিষয়গুলো সমাধানের মাধ্যমে জনগণের থেকে কম সময়ে ও স্বল্প ব্যয়ে বিচারপ্রার্থীদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা বিচরকদের অন্যতম দায়িত্ব। তাই বিচার প্রশিক্ষণার্থী বিচারকবৃন্দের আইন বিষয়ে পড়ালেখা থাকলেও বিচার কাজের গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই বলেই বর্তমান সরকার এই ধরনের প্রশিক্ষণের ও উদ্যোগ নিয়েছেন।
©somewhere in net ltd.