নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দক্ষিন এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশকেও পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি

০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৯

অবশেষে পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেট গ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ১০টি দেশের মধ্যে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে। ২০০৬ সালের ২২ নভেম্বর এ দেশে সর্বশেষ পোলিও রোগী শনাক্ত হয়েছিল। তার পর থেকে সাত বছর বাংলাদেশ পোলিওমুক্ত আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি দেশকে নয়, একটি অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করে। একটি দেশ পরপর তিন বছর পোলিওমুক্ত থাকার প্রয়োজন পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে (সিয়ারো) দেশ ১১টি। ভারতে পোলিও থাকায় এই অঞ্চল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিওমুক্ত থাকার সনদ পাওয়া থেকে বঞ্চিত ছিল। কিন্তু বাংলাদেশে গত তিন বছর কোনো পোলিও রোগী পাওয়া যায়নি। বাংলাদেশে ২০০৬ সালের নভেম্বরের পর থেকে আর কোন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। স্বীকৃতির শর্ত হিসেবে পোলিওমুক্ত হিসেবে অন্তত তিন বছর পার করতে হবে। আর তাই এবার দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন সুখকর তেমনি সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ থেকে পোলিও রোগটি প্রতিরোধ করতে পেরে উঠাও বড় ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করার সামিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে পোলিও নেই এই সার্টিফিকেটটা কে দিল? আমরা নিজেরাই তো? ব্যাস তাতেই হয়ে গেছে। ডাহা মিথ্যা কাগজ দিসে বাংলাদেশের আমলারা মন্ত্রীরা!

২| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫

ধুমধাম বলেছেন: বলেন কি?! @ঢাকাবাসী , দেশে এখনো পোলিও আছে নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.