নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্যসেবা ডিজিটাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন দেশের সকল নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটেই পাওয়া যাবে যাবে এবং মোবাইল ফোনেই ডাক্তারী পরামর্শ পাওয়া যাবে

০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫১

দেশের সকল নাগরিকের তথ্যসংবলিত একটি স্থায়ী ইলেক্ট্রনিক হেলথ রেজিস্ট্রি তৈরির কাজ এখন দ্রুত এগিয়ে চলেছে। এ জন্য দেশের সকল গ্রামে পরিচালিত একটি স্বাস্থ্যশুমারির মাধ্যমে সকল পরিবারের সকল নাগরিকের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শেষ করা হয়েছে। তথ্য কম্পিউটারে এন্ট্রির জন্য ব্যবহার করা হবে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন বা আইসিআর নামে একটি মেশিন। এ মেশিনটি হাতের লেখাও পড়তে পারে। ডাটা এন্ট্রির কাজও শুরু করা হবে শীঘ্রই। এর পর তৈরি করা হবে একটি কম্পিউটার তথ্যভাণ্ডার। এই তথ্যভাণ্ডারে প্রতিটি নাগরিকের পরিচিতি নম্বর থাকবে এবং প্রত্যেকের স্বাস্থ্য-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও থাকবে। প্রতি মাসে স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে মোবাইল ডিভাইসের মাধ্যমে বা কমিউনিটি ক্লিনিকে বসে সংশ্লিষ্ট স্টাফরা তথ্য হালনাগাদ করার বিষয়টি নিশ্চিত করবে। এই তথ্যভাণ্ডার তৈরি হলে দেশের জনগণের হালনাগাদ জনমিতি, জন্ম-মৃত্যুর হার ও রোগব্যাধিসহ বিভিন্ন স্বাস্থ্যতথ্য যে কোন সময় কম্পিউটারের বোতাম টিপেই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে। যে কোন সার্ভে বা হাসপাতালে রোগী চিকিৎসার সময় রোগীর নাম-ঠিকানা লিখতে হবে না। পরিচিতি নম্বর থেকেই সব তথ্য বের করা যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভ উদ্যোগ

২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:২৬

আজীব ০০৭ বলেছেন: শুভ উদ্যোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.