নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের প্রচেষ্টায় মধু, রপ্তানি তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২

মধু প্রচলিত পণ্য নয়। তারপরও বর্তমান সরকারের প্রচেষ্টায় এই পণ্যটি রপ্তানি তালিকায় গুরুত্বপূর্ণ হিসেবে জায়গা করে নিয়েছে। মধু রপ্তানির ফলে বৈদেশিক মুদ্রা আসছে। পাশাপাশি কিছু বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মধু রপ্তানিখাতে সরকারি সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। প্রতিবেশি দেশ ভারতে বাংলাদেশের মধু রপ্তানির বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। গত তিন মাসে ভারতে রপ্তানি হয়েছে ৬১ হাজার ৭৪০ ডলারের মধু। ভারতে ক্রমাগতভাবে বাংলাদেশি মধুর চাহিদা বাড়ছে। ফেব্রুয়ারি থেকে গত এপ্রিল পর্যন্ত সময়ে ১ লাখ ১ হাজার ৮৮০ কেজি মধু রপ্তানি হয় ভারতে। খুলনা অঞ্চলের তিনটি প্রতিষ্ঠান মধু রপ্তানি করছে। ট্রাকযোগে সাতক্ষীরার ভোমরা শুল্কস্টেশন দিয়ে মধুর চালান প্রথমে পশ্চিমবঙ্গে যাচ্ছে। সেখান থেকে যাচ্ছে বিহারের বিভিন্ন এলাকায়। বিহার প্রদেশে বাংলাদেশি মধুর নতুন বাজার সৃষ্টি করছে। সেখানে বিপুল চাহিদা তৈরি হওয়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে মধু রপ্তানি হচ্ছে দেশটিতে। আগামী বছরে ১ হাজার টন মধু রপ্তানির পরিকল্পনা নিয়েছেন সরকার। এজন্য এখনই চলছে প্রস্তুতি। সুন্দরবনের মধু আহরণ অঞ্চলে নিরাপত্তা বাড়ানো ও এবং মধু সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে। আর এই মধু রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। গুণেমানে উন্নত ও পুস্টি সমৃদ্ধ হওয়ায় বাংলাদেশি মধুর চাহিদা দিন দিন দেশ-বিদেশে বাড়ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.