![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ ঘাটতি পূরণ করে দেশে লোডশেডিং কমিয়ে আনা এবং শিল্পবিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তোলা আওয়ামী সরকারের অন্যতম রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল। বিদ্যুতের চাহিদা পূরণে গত চার বছরে সরকার নানামুখী উদ্যোগও নিয়েছে। বিভিন্ন জ্বালানি উপকরণ সুলভমূল্যে সরবরাহের স্বার্থে সরকার গত ৫টি অর্থবছরে প্রায় ২৮ হাজার ২৯১ কোটি ৫৭ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। উদ্দেশ্য জনগণের উপকার সাধন। তাদের কাছে সুলভমূল্যে বিদ্যুৎ সেবা পৌঁছানো আর কৃষকের নিরবচ্ছিন্ন সেচের চাহিদা পূরণ করা। বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে দেশে প্রথমবারের মতো ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে উপকূলবর্তী জেলা কক্সবাজারে। আমেরিকা (ইউএস), কানাডা ও বাংলাদেশে সরকারের যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড’র মধ্যে এ সংক্রান্ত একটি যৌথ চুক্তি অনুযায়ী প্রকল্পে বায়ু সরবরাহে সার্বিক সহায়তা করবে ডেনমার্ক। ৯০ দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু করে ১২ মাসের মধ্যে প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশাবাদী বর্তমান সরকার। এ প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১২০ মিলিয়ন মার্কিন ডলার। ডেনমার্কের এই সার্বিক সহায়তার কারণে অন্য দাতা দেশ ও সংস্থাগুলোর আস্থা বাড়বে। এছাড়া বাংলাদেশের ওপর যে বিদেশিদের আস্থা অবিচল রয়েছে- এই বিনিয়োগ তারই দৃষ্টান্ত।
©somewhere in net ltd.