![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষিই গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে সব কিছুই। বিশেষ করে উত্তরাঞ্চলে গত ক’বছরে ফসল উৎপাদনের সঙ্গে কৃষিভিত্তিক সম্পূরক কর্মসূচীগুলো বাস্তবায়নের ফলে গ্রামের মানুষের জীবনের মান কতটা বেড়েছে তা মাঠপর্যায়ে গেলে পরিষ্কার বোঝা যায়। একদার গ্রামীণ দারিদ্র্য চিহ্নের সেই খড়ের চালার বেড়ার ঘর প্রায় উঠেই গেছে। কিষাণ মজুর ও প্রান্তিক চাষীর বাড়িতে এখন টিনের ছাউনি। মধ্যম কৃষকের বাড়ি টিনশেডের নিচে দেয়ালঘেরা। গৃহস্থ পরিবারের বেশিরভাগ বাড়ি ইটের। অর্থনীতির বদলে যাওয়ার এই পালা এগিয়ে দিয়েছে উন্নত সড়ক যোগাযোগ ও বিদ্যুতায়ন। এখন গ্রামের হাট-বাজারে হারিকেনের চিমনি সলতে বিক্রি প্রায় উঠেই গেছে। কালেভদ্রে কোন দোকানে মেলে। একটা সময় গ্রামের বধূরা বিকেলের মধ্যেই হারিকেনের চিমনি পরিষ্কার করে কেরোসিন ভরে সলতে ঠিক করে রাখত। গরিবের ঘরের কুপি (লণ্ঠন স্থানীয় ভাষায় লেম্পো) জ্বালান হতো। সেই দিন আজ আর নেই। বেশিরভাগ গ্রামেই হয় পল্লী বিদ্যুত না হয় সৌরবিদ্যুত পৌঁছেছে। বিদ্যুত না থাকলে গাঁয়ের লোক এখন চার্জার বাতি ব্যবহার করে। উন্নত গ্রামে আইপিএসও গেছে। আশির দশকেও গ্রামে টেলিভিশন ফ্রিজের কথা ভাবাই যেত না। একবিংশ শতকের দ্বিতীয় দশকে শুধু টিভি, ফ্রিজ নয়, কেবল সংযোগ পৌঁছে বিশ্বের দেশগুলোর টিভি অনুষ্ঠানও দেখে গ্রামের মানুষ। দেশে ও দেশের বাইরের সিরিয়াল অনুষ্ঠান সমান জনপ্রিয় গ্রামেও। সেল (মোবাইল) ফোনের বিপ্লবের সঙ্গে তথ্যপ্রযুক্তি এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে যে এগুলো গ্রামেও নতুন কিছু নয়। মাঠপর্যায়ে ইন্টারনেট একসেস পৌঁছে সবই এখন হাতের মুঠোয়। রেমিটেন্সের অর্থে পুকুর ভরাট করে মাছ চাষ ডেইরি ফার্ম পোলট্রি স্থাপিত হচ্ছে। এমনকি অনেক গ্রামে সেলাই মেশিনে কাপড় বানিয়ে মিনি গার্মেন্টস গড়ে উঠেছে। গ্রামে নারী শিক্ষার হার বেড়েছে। মধ্যম ও ক্ষুদ্র কৃষকের ছেলেমেয়েরা কলেজে পড়ে। এলজিআরডির মাধ্যমে গ্রামীণ পাকা সড়ক নির্মিত হওয়ায় বাজার এলাকা ও তিন চারটি সড়কের মিলনস্থলে মানুষের চাহিদায় আপনা আপনি ছোট বাজার গজিয়ে হোটেল রেস্তরাঁ কনফেকশনারি স্টেশনারি দোকান স্থাপিত হয়েছে। জেলা শহর থেকে যে কোন উপজেলার গ্রামে যেতে যানবাহনের কোন অভাব নেই। যে এলাকায় গ্যাস পৌঁছেছে সেখানে সিএনজিচালিত অটোরিক্সা দ্রুতই পৌঁছে দেবে। আর এ সব কিছুই সম্ভব হয়েছে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং সঠিক দিক নির্দেশনার ফলে।
©somewhere in net ltd.