![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণের কার্যাদেশ দিতে যাচ্ছে বর্তমান সরকার। আগামী তিন সপ্তাহের মধ্যে এ কার্যাদেশ দেওয়া হবে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করবে চায়না মেজর ব্রীজ কোম্পানি। পদ্মা সেতু নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকা হলে তিনটি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। এর মধ্যে ছিল ডেইলিম এল অ্যান্ড টি জেভি, স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশন ও চায়না মেজর ব্রীজ কোম্পানি। গত ২০ ফেব্রুয়ারি তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কারিগরি প্রস্তাব সেতু বিভাগে জমা দেয়। গত ২৪ এপ্রিল একমাত্র চায়না মেজর ব্রীজ কনস্ট্রাকশন কোম্পানি তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়। ১২ হাজার ১৩৩ কোটি টাকায় প্রতিষ্ঠানটি পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণ করবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেতু বিভাগের প্রাক্কলিত ব্যয়ের প্রায় ১৫ শতাংশ কমে সেতু নির্মাণের প্রস্তাব দেয়। তিন সপ্তাহের মধ্যে চায়না মেজর ব্রিজ কম্পানিকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। ২০১৭ সালের শেষ অথবা ২০১৮ সালের প্রথমদিকে এর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি সরকার দক্ষিণাঞ্চলের জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সফলকাম হবে।
©somewhere in net ltd.