নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী ইশতেহার এবং উন্নয়নের গতি বজায় রাখতে সরকারের প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মানে বরাদ্দ দিচ্ছে ৮১০০ কোটি টাকা

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:১১

আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পাস হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরের এডিপিতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হচ্ছে আট হাজার ১০০ কোটি টাকা। আগামী অর্থবছরে সরকারের উন্নয়ন কর্মসূচির আকার ধরা হচ্ছে ৭৯ হাজার ৩১ কোটি টাকা, যা চলতি এডিপি’র চেয়ে ১৭ শতাংশ বেশি। সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন কাজের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে নতুন এডিপি প্রস্তাব করা হচ্ছে। নতুন এডিপিতে মোট এক হাজার ৩৪টি প্রকল্প রয়েছে। এছাড়া বরাদ্দহীন ও অননুমোদিত হিসেবে ৬৮১টি প্রকল্প সবুজ পাতায় তালিকাভুক্ত করা হচ্ছে। এবারের এডিপিতে এককভাবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহণ খাত। সড়ক, রেল ও সেতু বিভাগ মিলে মোট ১৮ হাজার ৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মোট এডিপির প্রায় ২৩ শতাংশ। এখাতে বহুল আলোচিত ও দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হচ্ছে ৮ হাজার ১০০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৪০৩ কোটি টাকা রাখা হচ্ছে শিক্ষা খাতে। আর বিদ্যুৎ মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় মূল এডিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের ১৫৩টি প্রকল্পের বিপরীতে এবার ৫ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যা বাস্তবায়ন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং দেশের উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.