নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের সুযোগ ও মানসম্মত শিক্ষাগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার শিগগিরই দেশে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৯



শিগগিরই দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে সরকার। দেশে দুই দশকেরও বেশি সময় ধরে নানা নামে বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ নিয়ে নানা প্রতারণামূলক কর্মকাণ্ডও ঘটে আসছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের দাবিদার কিছু প্রতিষ্ঠান ভুয়া ডিগ্রি বিক্রি থেকে শুরু করে আদম পাচারের মতো অপকর্মও পরিচালনা করে আসছিল। ২০০৭ সালে সরকার বিদেশি বিশ্ববিদ্যালয় নামধারী ৫৬টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে। এরপর বিভিন্ন উদ্যোক্তা দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শাখা, স্টাডি সেন্টার, এমনকি কেউ কেউ বিদেশি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। কিন্তু এত দিন এ সংক্রান্ত কোনো আইন বা বিধিবিধান না থাকায় সে চেষ্টা সফল হয়নি। এর মধ্যে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদোক্তারাও বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের তীব্র বিরোধিতা করে আসছিলেন। বিধিমালায় কেবল বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও স্টাডি সেন্টার স্থাপনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শাখা খোলার সুযোগ রাখা হয়নি। বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রোগ্রাম পরিচালনারও সুযোগ রাখা হয়নি। প্রায় চার বছর আগে এ সংক্রান্ত বিধিমালা তৈরির উদ্যোগ নেওয়ার পর অবশেষে তা জারি হতে যাচ্ছে। এই বিধিমালা জারি হলে দেশে বৈধভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা, দেশে বসে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভের সুযোগ, মানসম্মত শিক্ষাগ্রহণ ও উচ্চশিক্ষার ফি নির্ধারণের ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং উন্নত শিক্ষার দিকে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.