![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬ হাজার ৩৮৬ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্প, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, পল্লীবিদ্যুত বিতরণ সিস্টেমের সংস্কার প্রকল্প (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ), ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প। ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড। ২০১৪ হতে ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। সবার জন্য কম খরচে ইন্টারনেট এক্সেস সুবিধা দিতে ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন একান্তভাবেই দরকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজটি করা হবে। প্রকল্পের আওতায় ঢাকার দুটি স্থানে কোর নেটওয়ার্ক স্থাপন করা হবে। এ ছাড়া ৭টি বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা শহরে মোট ৬৭০টি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) নির্মাণসহ ৩শ’ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করা হবে। দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট সেবার পরিধি বৃদ্ধি এবং উচ্চগতি ও উচ্চমানসম্পন্ন ইন্টারনেট সুবিধা পেতে প্রকল্পটি সত্যিকারভাবেই সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
©somewhere in net ltd.