![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত চার বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৩৪৭ ডলার। দেশের মানুষের মাথাপিছু আয় (জিএনআই) এখন ১ হাজার ১৯০ মার্কিন ডলার। বাংলাদেশ যে দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে এটি তারই লক্ষণ। কেননা চার বছর আগে গত ২০০৯-১০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮৪৩ ডলার, ২০১০-১১ অর্থবছরে সেটি কিছুটা বেড়ে দাঁড়ায় ৯২৮ ডলারে, ২০১১-১২ অর্থবছরে হয় ১০৪৪ ডলার। গত ৫ বছরে অর্থনীতিতে যে বেঞ্চমার্ক অর্জন করেছে তারই ফল হচ্ছে এই মাথাপিছু আয়। বিশ্বে যে যত তাদের প্রবৃদ্ধি ৬ শতাংশ ধরে রাখতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বর্তমানে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ছে। বর্তমান সরকারের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ডলারে নিয়ে যাওয়া। কিন্তু এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে এগোচ্ছে এতে আশা করা যায় লক্ষ্যমাত্রার আগেই এটি পূরণ হবে। সরকারের গত ছয় বছরে মাথাপিছু আয় দ্বিগুণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচী। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর প্রভাবে মৌসুমী অভাব কমেছে, যার ফলে দিনে তিনবার খাদ্যগ্রহণকারী পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দ্বিগুণ হয়েছে। আর্থিক ও অন্যান্য সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে দরিদ্রজনগোষ্ঠীর সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পরিকল্পিতভাবে এগোচ্ছে বাংলাদেশের অর্থনীতি। মধ্য আয়ের অর্থনীতিতে যেতে গত ৫ বছরে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শুধু তাই নয়, পাশাপাশি বাস্তবায়নের অবস্থাও মূল্যায়ন করা হচ্ছে। যা অতীতের যে কোন সময়ের চেয়ে ব্যতিক্রম। এর সুফলও মিলতে শুরু করেছে ইতোমধ্যই। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্য নিরসনে অসাধারণ অগ্রগতি, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথেষ্ট দক্ষতা অর্জন, অবকাঠামো উন্নয়ন বিশেষত বিদ্যুত সম্প্রসারণ, মানব উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে দৃষ্টিগোচর অর্জিত উন্নতি তা সরকারের অর্থনৈতিক থিঙ্কট্যাংক ছাড়া আর কিছু নয়। মাথাপিছু আয়ের এমন রেকর্ড নিঃসন্দেহে বর্তমান সরকারের কৃতিত্বের বহিঃপ্রকাশ।
©somewhere in net ltd.