![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল ঠেকাতে সড়কে স্বয়ংক্রিয় “প্রতিরোধ” যন্ত্র বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। “প্রতিরোধ” নামে আধুনিক এই যন্ত্রে থাকছে ধারালো ধাতব কাঁটা, যা উল্টো দিক দিয়ে প্রবেশ করা গাড়ির চাকা স্বয়ংক্রিয়ভাবে ফুটো করে দেবে। পরীক্ষামূলকভাবে হেয়ার রোডে এ যন্ত্র চালু হলেও ক্রমান্বয়ে মহানগরীর অন্যান্য স্থানে তা সম্প্রসারণ করা হবে। কেবল ট্রাফিক আইন কার্যকরী করার জন্য নয়, সড়ক দুর্ঘটনারোধ ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা রাজধানীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়কে বসানো হবে। তবে জরুরী অবস্থা ও এ্যাম্বুলেন্স চলাচলে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। প্রচণ্ড যানজটে আটকেপড়া অনেক চালক দুর্ভোগ থেকে পার পেতে বিকল্পপথ খোঁজেন। আর তাই বেছে নেন উল্টোপথ (রং সাইড)। এতে অনেকে দুর্ঘটনার কবলে পড়েন। আর এ কারণে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকেও হিমশিম খেতে হয়। “প্রতিরোধ” নামে আধুনিক এই যন্ত্রে রয়েছে ধারালো ধাতব কাঁটা, যা উল্টোদিক দিয়ে প্রবেশ করা গাড়ির চাকা স্বয়ংক্রিয়ভাবে ফুটো করে দেবে। এ উদ্যোগ সকলের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার পরীক্ষামূলক রাজধানীর রমনা পার্কের পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে একটি ডিভাইস বসানো হয়েছে। এক মাস প্রচারপত্র বিলি করে জনসচেতনতা তৈরির চেষ্টা চালানো হবে। ডিভাইসটি সফলভাবে কাজ করলে তা সিটি কর্পোরেশনের সহায়তায় শহরের অন্যান্য সড়কেও স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের এ পদক্ষেপের ফলে সড়কে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে ও জনগণ নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.