![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকার কৃষক তথা কৃষির উন্নয়নের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে সরকারি কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ এবং ১০ টাকার বিনিময়ে কৃষকের ব্যাংক হিসার খোলার ব্যবস্থা দেশের কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কার্ডের মাধ্যমে প্রকত কৃষকগণের সরকারি সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণের ব্যবস্থা করা হয়েছে। এ পদক্ষেপ কৃষি উপকরণ ও সরকারি সহায়তা বিতরণকে সুষ্ঠু, জবাবদিহিমূলক ও কার্যকর করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দুই কোটি ৩০ লাখ কৃষকপরিবারকে নতুন কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও চাহিদাভিত্তিক সম্প্রসারণ সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাকে টেকসই করার জন্য সব ধরনের ব্যবস্থা নিবে সরকার। এ ছাড়া কৃষি গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তিকে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়া এবং কৃষকের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে কর্মকর্তাদের পেশাদারিত্বের মনোভাব নিয়ে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছে সরকার। বিগত দিনে দেখা গেছে সার বিপণন ও বণ্টন, বীজ সরবরাহ এবং ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা এক ধরনের ব্যবসায়ীরা নিয়ন্ত্রন করত। ফসলের অপরিহার্য উপাদান পানির নিয়ন্ত্রণ থাকত মধ্যস্বত্বভোগী ধনিক শ্রেণীর হাতে। গভীর নলকূপ, শ্যালো নলকূপ এবং পাওয়ার পাম্পের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর বাজার নিয়ন্ত্রিত হত বড় বড় পানি ব্যবসায়ীর মাধ্যমে। তারা নিজেদের শ্যালো ও গভীর নলকূপের পানিসহ সেচ সেবা বিক্রি করছে গরিব কৃষকদের কাছে অত্যন্ত চড়া দরে। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হত। সরকারের এ পদক্ষেপের ফলে কৃষকরা তাদের ইচ্ছামত ফসল ফলাতে পারছে। টাকার অভাবে তাদের কৃষিকাজ আর থেমে থাকছে না। ফলে লাভবান হচ্ছে কৃষক, সচ্ছল হচ্ছে তাদের পরিবার। এতে বাঁচবে দেশ, গতি পাবে দেশের অর্থনীতি।
©somewhere in net ltd.