নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

উত্তরা লেককে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

রাজধানীর উত্তরা লেকের সৌন্দর্য বাড়িয়ে উপভোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে অবৈধ দখলদারদের হাত থেকে লেকটি রক্ষার পাশাপাশি এর প্রাকৃতিক পরিবেশ রক্ষাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এই লেকটিকে বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। ২০১৬ সালের জুনের মধ্যে এ সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

হাতিরঝিল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হিসেবে তৈরি করা হয়েছে। এটি এখন আর মানুষের কষ্টের কারণ নয়, বরং আনন্দ ভ্রমণের অন্যতম স্থানে পরিণত হয়েছে। তেমনি উত্তরা লেকটিকে সংস্কার করে এর জায়গা দখল মুক্ত করে এটিকে মানুষের কাছে উপভোগ্য স্থানে পরিণত করা হবে। এর ফলে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এই লেকপাড়। উত্তরা লেক উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে অবৈধ দখলদার উচ্ছেদ, লেকের পানির ধারণক্ষমতা বৃদ্ধি এবং তা সংরক্ষণ, নতুন ব্রিজ, কার্লভাট ও লেকপাড় সংরক্ষণের মাধ্যমে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন ঘটানো এবং নৌ-বিহার ও অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে লেকের পরিবেশের উন্নয়ন ঘটানো হবে। সরকারের এ উদ্যোগের ফলে রাজধানীবাসি যেমন তাদের চিত্ত বিনোদনের জন্য একটা সুন্দর জায়গা খুঁজে পাবে তেমনি প্রাকৃতিক পরিবেশ রক্ষাও সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.