নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হতে চলেছে। কার্যাদেশে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে উচ্ছ্বাসিত জনগণ

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর কার্যাদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে ১২ হাজার একশ কোটি টাকায় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। সবচেয়ে কম দরদাতা হিসেবে এই কোম্পানিকে কার্যাদেশ দেয়া হয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে চায়না মেজর ব্রিজ অ্যাণ্ড কোম্পানিকে পদ্মা সেতুর মূল কাজের অনুমোদন দেয়া হবে, এবং আগামী ৩ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে। ৯ হাজার ১৭২ দশমিক ১৭ কোটি টাকার প্রকল্পটির জন্য গত বছরের ২৬ জুন চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ডেলিম এলএনটি জেভি এবং স্যামস্যাং সিএনটি করপোরেশন এ তিনটি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে। সর্ব নিম্ন দরদাতা হিসেবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড কার্যাদেশ পেয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। যোগাযোগ ক্ষেত্রে তৈরি হবে এক নতুন দিগন্ত। সত্যিই ভাবতে ভালো লাগছে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে বাস্তবায়িত হতে চলেছে দেশের দক্ষিণাঞ্চল মানুষের স্বপ্নের পদ্মা সেতু। উচ্ছ্বাসিত জনগণ এখন শুধু প্রহর গুনছে শুভ উদ্ভোধনের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.