নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

কর্মসংস্থান সৃষ্টিতে ৭৪ ট্রেডে প্রশিক্ষন, উন্নয়নের মূল চালিকাশক্তি যুবসমাজকে দিয়ে দেশ হাঁটছে উন্নয়নের দিকে। বেকারত্ব হ্রাসে সরকারের নয়া উদ্যোগকে বাংলার জনগণের সুস্বাগত

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:০২

প্রবীণরা ইতিহাস লেখেন, যুবসমাজ ইতিহাস সৃষ্টি করেন। অর্থাৎ তারাই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সেই উন্নয়নের মূল চালিকাশক্তি দিয়ে দেশ হাঁটছে উন্নয়নের দিকে। দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ থেকে বেকারত্ব দূর করতে চলতি বছর সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতে ৭৪ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে বেকারদের। মূল লক্ষ্য হচ্ছে, হাতে-কলমে শিক্ষা দিয়ে দেশের প্রতিটি জেলায় বেকার নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ দেশের কোনো কর্মক্ষম তরুণ-তরুণীকে যেন বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে পথে পথে ঘুরতে না হয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি অফিসে কর্মসংস্থানের জন্য কম্পিউটারের ওপর প্রশিক্ষণ দানের পাশাপাশি মেরামতির প্রশিক্ষণ দান। এছাড়াও ক্যাটারিং, মোবাইল, ফ্রিজ, টেলিভিশন, যানবাহনসহ বিবিধ যন্ত্রপাতি মেরামত বিষয়ে প্রশিক্ষণদান, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া দেশের প্রতিটি ঘরেই সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে দেশের ৬৪টি জেলাই স্থাপন করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে যুবকরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ পাচ্ছেন। তাছাড়া যারা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য ধরনা না দিয়ে নিজেরা আত্মকর্মসংস্থান করার চেষ্টা করবে তাদের প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৭৫ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ দিবে সরকার। ঋণ নিয়ে তারা বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ এবং মোবাইল, ফ্রিজ, টেলিভিশন মেরামতের কাজে নিয়োজিত হতে পারবেন। বেকার যুবকদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এই নয়া উদ্যোগকে বাংলার জনগণ স্বাগত জানায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.