![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিডরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনসহ জীবন-যাত্রার মান উন্নয়নে দেশের ১৩টি উপকূলীয় উপজেলায় ৩১০৫ হাজার কোটি টাকার প্রকল্প একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা চূড়ান্ত অনুমোদন দেয়। এ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ এলাকার ২ লাখ ২১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে ২০ হাজার ৯৭৬টি কৃষি যন্ত্রপাতি, ৬ হাজার ৩৯৮ মেট্রিক টন সার,৭২০ মেট্রিক টন বীজ বিতরণ করা হবে। ৩৭ হাজার ৯২৫টি দরিদ্র পরিবারের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৯৫০টি হাঁস, মুরগি, ১৭ হাজার ৮০০টি ছাগল, ভেড়া, ২ হাজার ৭৫টি গাভী,২ হাজার ৬১ মেট্রিক টন পশু খাদ্য ও ৩ হাজার ৯৩৬ সেট কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি বিতরণ করা হবে। এছাড়া, ৩৭ হাজার ১৪টি জেলে পরিবারের মধ্যে সার, চুন ও মাছের খাবারসহ ১৫ হাজার ৫৫০ কার্প প্যাকেজ (পোনা, খাদ্য, প্রশিক্ষণ ও প্রতিষেধক), ৩ হাজার প্যাকেজ গলদা ও ৬ হাজার ৩০০ প্যাকেজ বাগদার পোনা বিতরণ করা হবে। প্রকল্প এলাকার জেলেদের মধ্যে ৯৩টি আধুনিক নৌকাসহ ১ হাজার ২৯৬টি জাল, ১ হাজার ৬২৩টি মৎস্য প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি, ১৭ হাজার ৩০০ সেট সিসেফটি যন্ত্রপাতি ও ১ হাজার ১১০টি পোমা জাল বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এর মাধ্যমে সিডরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনসহ জীবন-যাত্রার মান উন্নয়ন হবে।
©somewhere in net ltd.