নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যপ্রযুক্তিকে আরও সহজলোভ্য ও হাতের মুঠোয় আনতে মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে

০৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৭

ইন্টারনেট গ্রামগঞ্জের মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ব্যান্ডউইথের দাম কমিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এপ্রিলের শুরু থেকে প্রতি মেগাবাইট ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক চার্জ চার হাজার ৮শ’ টাকা থেকে কমিয়ে দুই হাজার ৮শ’ টাকায় নামিয়ে আনা হয়েছে। এর বাইরে যেসব প্রতিষ্ঠান উচ্চ ব্যান্ডউইথ ব্যবহার করে তাদের ক্ষেত্রেও বড় ধরনের ডিসকাউন্ট দিয়েছে বিটিসিএল। তথ্যপ্রযুক্তির উন্নতি ও ইন্টারনেটের ব্যবহার বাড়াতে ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে। পূর্বে সুপার সেভার নামের ৩০ দিনে ২৫৬ কেবিপিএস গতির দুই জিবি ডাটা প্যাকেজের খরচ ছিল ৩শ’ টাকা। এখন এ প্যাকেজে চার জিবি ডাটা লিমিট সুবিধা মিলবে। ৫শ’ টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজের গ্রাহকরা ৫১২ কেবিপিএস গতিতে এখন পাবেন ১০ জিবি ডাটা লিমিট আর এক হাজার টাকার প্রিমিয়াম প্যাকেজে গ্রাহকরা ১০২৪ কেবিপিএস গতিতে পাবেন ২৫ জিবি পর্যন্ত ডাটা ব্যবহারের সুবিধা। আনলিমিটেড ক্যাটাগরির ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রে বিকিউব ইনফিনিটি প্যাকেজের গ্রাহককে ২৫৬ কেবিপিএস গতির ইন্টারনেটের জন্য মাসিক চার্জ দিতে হবে ৪৫০ টাকা, ৫১২ কেবিপিএস গতির জন্য চার্জ দিতে হবে ৭৫০ টাকা, ১০২৪ কেবিপিএস গতির জন্য চার্জ দিতে হবে এক হাজার ১৫০ টাকা। নতুন প্যাকেজ হিসেবে যুক্ত হয়েছে বিকিউব ইনফিনিটি ১ হাজার ৫শ। এক হাজার ৫শ কেবিপিএস গতির ইন্টারনেটের জন্য মাসিক চার্জ দিতে হবে এক হাজার ৬শ টাকা। বিশ্ব এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর। তথ্যপ্রযুক্তি ছাড়া জীবন, অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা, ভবিষ্যত ও উন্নয়ন এ শতকে সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দেশের সব মানুষের কম বেশি জ্ঞানার্জন করতে হবে। সে লক্ষ্য নিয়েই ইন্টারনেট ব্যান্ডউইথের দাম অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। মহাজোট সরকার দূরদৃষ্টির মাধ্যমে দেশের ভবিষ্যত পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এ পদক্ষেপের ফলে জীবন যাত্রার মান যেমন উন্নত হবে তেমনি সাধারণ জনগণ ঘরে বসেই উন্নত সেবা পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.