![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপ ফুটবল মানেই পৃথিবীর বাজারে বিরাট বাণিজ্য। বিশ্বকাপ এলেই সরগরম হয়ে উঠে ফুটবল খেলা সংশ্লিষ্ট বাণিজ্য। খেলাকে পুঁজি করে ফায়দা লুটে খেলাধুলা সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। ব্রাজিল বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এবার বাংলাদেশ থেকে প্রচুর খেলার পোশাক রপ্তানি করা হয়েছে। ফিফার লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো থেকে জার্সি, মোজা, বিভিন্ন দেশের লোগো সংবলিত ক্যাপ, ট্র্যাকস্যুট তৈরি করে শুধু বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ থেকেই প্রায় চার হাজার কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে। খেলোয়াড়দের পরনে থাকা জার্সির আদলে তৈরি এসব পোশাক মূলত খেলোয়াড় বা দলগুলোর সমর্থক দর্শকদের জন্য। এটিকে বলা হয় রেপ্লিকা জার্সি। টিভির পর্দায় দেখা যায় মেসি, রোনালদো, নেইমাররা যে জার্সি গায়ে মাঠে খেলছেন, সেই একই আদলে তৈরি জার্সি গায়ে গ্যালারিতে হাজার হাজার দর্শক খেলা দেখছেন। মানের দিক থেকে একই না হলেও দেখতে হুবহু মিল। এই রেপ্লিকা জার্সির সিংহভাগ তৈরি হয়েছে বাংলাদেশে। আর্জেন্টিনা, ব্রাজিল, ইটালি, ইরান, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চিলি, স্পেনও জার্মানিসহ ১৬টি দেশের খেলোয়াড়দের সমর্থকদের জন্য সারা দেশে দুই শতাধিক গার্মেন্টস রেপ্লিকা জার্সি তৈরি করেছে। রেপ্লিকা জার্সি রপ্তানিতে রমরমা ব্যবসায় সমৃদ্ধ হয়েছে গার্মেন্টস শিল্পের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি।
©somewhere in net ltd.