নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

১৯৯১ সালে প্রায় বিনামূল্যে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের সাথে যুক্ত হলে, তথ্য পাচার হবার ভ্রান্ত ধারণায় বিএনপি সরকার বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নকে পিছিয়ে দিয়েছে ২০ বছর

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

১৯৯১ সালের বিএনপি সরকার প্রায় বিনামূল্যে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগটি হাতছাড়া করে। তখন অজুহাত তোলা হয়েছিল, এর সাথে যুক্ত হলে নাকি দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। ফলে দেশ বিশ্বের সাথে যুক্ত হওয়ার সহজ সুযোগ থেকে বঞ্চিত হয়। কিন্তু ’৯৬ এ বর্তমান সরকারের সময় আইসিটি উন্নয়নের পাশাপাশি মোবাইল টেলিফোনের মনোপলি ভেঙ্গে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করে। একটা মোবাইল ফোন কিনতে এক লাখ টাকা লাগতো। কল রিসিভ কিংবা কল করলেও কলচার্জ মিনিটে ১০ টাকা লাগতো। বর্তমানে তা এক টাকার কম। আবার কম্পিউটার ও আইটি যন্ত্রপাতি আমদানি শুল্কমুক্ত করেছে বর্তমান সরকার। ফলে মানুষ কম্পিউটার কিনতে ও ব্যবহার করতে আগ্রহী হয়। বর্তমানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামের জনগোষ্ঠীও মোবাইল ফোনে তথ্যপ্রযুক্তি সেবা নিতে পারছে। তথ্য প্রযুক্তি ব্যহারের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। তাছাড়া নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগে নিরলসভাবে কাজ কারে যাচ্ছে বর্তমান সরকার। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশে আইসিটি নীতিমালা, আইসিটি আইন, তথ্য নিরাপত্তা গাইডলাইন, তথ্য অধিকার আইন প্রণয়ন করে এই সেবাকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এই অগ্রযাত্রা আরও বেগবান হবে এটাই সাধারণ জনগনের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.