![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ বিশ্বে অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের বিপুলসংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এর মধ্যে সাইক্লোন, বন্যা, খরা এবং ভূমিকম্প অন্যতম। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় সরকারী উদ্যোগের কোন কমতি নেই। তাছাড়া দুর্যোগের ক্ষতির পরিমাণ কমানোর জন্য সরকার অক্লান্ত প্রচেষ্টা করে চলছে। এবার দুর্যোগ মোকাবেলায় সরকারের সঙ্গে একযোগ হয়েছে বিশ্বব্যাংক। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় আরও ১ হাজার ১২০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। সহজ শর্তে অতিরিক্ত অর্থায়ন হিসেবে এ টাকা দিচ্ছে সংস্থাটি। বিশ্বব্যাংকের এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করবে হবে বাংলাদেশকে। এ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ঘূর্ণিঝড় সিডর ও আইলা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় ১০০টি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, ২২০টি বর্তমান শেল্টার পুনর্বাসন ও ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করবে সরকার। এছাড়া সিডর ক্ষতিগ্রস্ত এলাকায় উপকূলীয় বাঁধ নির্মাণ ও পুনর্বাসন করা হবে। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা এবং প্রকল্পের অতিরিক্ত কার্যক্রমের মনিটরিং এবং মূল্যায়ন সমন্বয় করা হবে। অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে উপকূলবাসীদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষায় ব্যাপক উপকারে আসছে ফলে তাদের জীবন যাএার মান উন্নয়ন ঘটবে।
©somewhere in net ltd.