নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুৎ খাতের উন্নয়নের অংশহিসেবে চলতি বছরই স্থাপিত হচ্ছে ১৩ নতুন বিদ্যুৎ কেন্দ্র, পাওয়া যাবে ১২৪৯ মেগাওয়াট বিদ্যুৎ

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৯

চলতি বছরের (২০১৪) মধ্যেই এক হাজার ২৪৯ মেগাওয়াটের ১৩টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার। এর মধ্যে সরকারী ২২৫ এবং বেসরকারীভাবে এক হাজার ২৪ মেগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ৯৭ শতাংশ এবং একই সময়ে বেসরকারী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬৯ শতাংশ। দ্রুত অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিচিত্রমুখী সরকারী, বেসরকারী এবং সরকারী-বেসরকারী অংশীদারিত্বমূলক বিনিয়োগের জন্য অবকাঠামো উন্নয়ন ও তাকে স্থায়ী ভিত্তি প্রদানের পূর্বশর্ত হিসেবে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আজ যে জায়গায় নিয়ে গেছে, তাকে টেকসই করা গেলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মধ্য মেয়াদী পরিকল্পনার আওতায় ২০১২ সালে ৯৫১ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ১৬৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। চলতি ২০১৪ সালের মধ্যে সরকারী খাতে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। এর একটি হচ্ছে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এটি থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ইতোমধ্যেই এর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনের মধ্যেই এটির কাজ শেষ করবে এনডব্লিউপি জিসিএল। অন্যটি আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসসি জিটি ইউনিট বিদ্যুৎ কেন্দ্র। এটি থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ইতোমধ্যেই এ বিদ্যুৎ কেন্দ্রের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করবে এপিএস সিএল। বেসরকারী খাতের ১১টি বিদ্যুৎ কেন্দ্রের বাকি কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ১০ হাজার ৩৪১ মেগাওয়াট, যার মধ্যে সরকারী খাতে ৫ হাজার ৯৬২ মেগাওয়াট, বেসরকারী খাতে ৩ হাজার ৮৭৯ মেগাওয়াট এবং বিদ্যুৎ আমদানি ৫০০ মেগাওয়াট। দেশে বিদ্যুতের যে চাহিদা সরকারের এ পদক্ষেপের ফলে তা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.