নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন মুখী প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম শুরু

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পরই দেশের প্রতিটি উপজেলায় অন্তত পক্ষে একটি করে ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা বাস্তবায়নে প্রথম পর্যায়ে ২৫ ও দ্বিতীয় পর্যায়ে ১৫৬টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। ফায়ার সার্ভিস বিভাগে বর্তমানে চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা ২৭৩টি। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জন লোকবল নিয়োগ দেয়া হয়েছে এবং আরও ১ হাজার ৪৭৮ জন লোকবল নিয়োগ দেয়ার বিষয় সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে কোন দুর্যোগ মোকাবেলা করার জন্য আধুনিক সাজ-সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যে ২০১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অগ্নিদুর্ঘটনা, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আধুনিক সরঞ্জাম সংগ্রহের লক্ষ্যে ১৬২ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বর্তমানে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে দেশে মোট ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৪৯টি। সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নের অংশ হিসেবে এত দিনের ব্যবহৃত খাকি পোশাক বদল করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য নতুন পোশাক প্রবর্তন করা হয়েছে। এ বিভাগে কর্মরত সকলের জন্য পূর্ণাঙ্গ রেশন বাস্তবায়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেয়া অগ্নিসেনা ও উদ্ধার কর্মীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানসহ সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের জন্য পদক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ৮টি ‘বি’ শ্রেণি ফায়ার স্টেশনকে জনবল বৃদ্ধিসহ আধুনিক সরঞ্জামে সজ্জিত করে ‘এ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। আরও ৬৯টি ফায়ার স্টেশনকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সিডিএমপি’র সহায়তায় ফায়ার সার্ভিস বিভাগের মাধ্যমে সারাদেশে ৬২ হাজার ভলান্টিয়ার তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে। এ যাবত প্রায় ১৯ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রানা প্লাজার ভবনধসে ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের সাথে উক্ত ভলান্টিয়ারগণ অংশ নিয়ে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের চাহিদা ও জনসেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে ঢাকার মিরপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে একটি ২০ শয্যাবিশিষ্ট বার্ণ ট্রিটমেন্ট হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। হাসপাতালটির কার্যক্রম চালু হলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবাসহ আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.