![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপকূলীয় অঞ্চলের ১৪টি জেলায় কৃষি নির্ভর খাতের উন্নয়নের জন্য ৫৮ হাজার কোটি টাকা ব্যয়ে ‘মাস্টার প্লান ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন সাউদার্ন রিজিওন অব বাংলাদেশ’ নামক মহাপরিকল্পনা প্রণয়ন করেছে বর্তমান সরকার। সর্বোচ্চ, উচ্চ, মধ্যম ও নিম্ন এ চারটি অগ্রাধিকার ভিত্তিতে ৮৫টি কার্যক্রম চিহ্নিত করে এটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০২১ সাল পর্যন্ত। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ, জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে উপকূলীয় জেলাসমূহের ভূ-প্রাকৃতিক পরিবেশ, পানি ব্যবস্থাপনা, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার পর্যালোচনার ভিত্তিতে অগ্রাধিকারভুক্ত খাত হিসেবে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ, পুষ্টি, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, কৃষি ঋণ, কৃষিখাতের সঙ্গে সম্পৃক্ত জনশক্তির দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয়সমূহকে চিহ্নিত করে এ মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ নীতির মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধিসহ অধিকতর ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি কার্যক্রম বহুমুখীকরণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এছাড়া কৃষকদের উন্নতি করার লক্ষ্যে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ধান উৎপাদন ও সরবরাহ, কৃষকের ক্ষমতায়ন, কৃষকের জন্য সার সরবরাহে ভর্তুকি প্রদান, সেচ সুবিধা বৃদ্ধি, সম্প্রসারণমূলক কার্যক্রমসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। খরা মোকাবেলা ও সেচ কাজে সহায়তার জন্য বরেন্দ্র এলাকার কৃষকদের ১০০ ঘণ্টা বিনামূল্যে সেচ প্রদানে সহায়তা দান, কৃষি ভিত্তিক শিল্প কারখানার বিদ্যুৎ বিলে শতকরা ২০ ভাগ হারে হ্রাস, সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দ্বারা সেচ প্রদানসহ ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করে বর্তমান সরকার কৃষকদেরকে কৃষি উৎসাহিতকরণ পদক্ষেপে দেশে অধিকতর ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে।
©somewhere in net ltd.