![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের নির্মাণ শিল্পের কাঁচামালের (লৌহ ও লৌহজাত দ্রব্য) সিংহভাগই এ খাত থেকে সরবরাহ করা হয়। একই সঙ্গে এ শিল্পে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক মানুষের। ২০১১ সালের ২১ মার্চ সরকার জাহাজভাঙ্গা ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কর্মকাণ্ডকে শিল্প হিসেবে ঘোষণা করে। ২০১২ সালে এটি শিল্প মন্ত্রণালয়ের কার্যতালিকাভূক্ত হয়। তাই সরকার জাহাজ ভাঙ্গা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নত করার জন্য একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এ কারণে দেশের বৃহত্তম এই লৌহজাত দ্রব্য উৎপাদনকারী শিল্পের প্রসার ও মান উন্নয়নে নরওয়ে এজেন্সি ফর ডেভলপমেন্ট করপোরেশন (নোরাড) এবং সেক্রেটারিয়েট অব ব্যাসেল অ্যান্ড স্টকহোম কনভেনশন (বিআরএস) এর সহায়তায় ১৫ লাখ ১৬ হাজার ২৭৫ মার্কিন ডলার দিয়ে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ এলাকার শব্দদূষণ রোধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ প্রকল্প বাস্তবায়িত হবে। সরকারের এমন প্রকল্পে জাহাজ পুনঃব্যবহার, নিরাপত্তা ও পরিবেশের শব্দ দূষণ রোধ এবং কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে এ শিল্পকে আর্ন্তজাতিক মানে উন্নীত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
©somewhere in net ltd.