![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) আরও এক বিলিয়ন ডলারের ধাপ অতিক্রম করেছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা দুই হাজার ১০৩ কোটি ডলার। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের ছয় মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো যাবে। এখন প্রতি মাসে আমদানির গড় ব্যয় ৩৫০ কোটি ডলার। মূলত রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বেড়েছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। চার মাসের মধ্যে রিজার্ভ দুই দফায় শত কোটি ডলার করে বেড়েছে। এর আগে গত ১০ এপ্রিল দেশের বৈদেশিক মুদ্রার মজুত দুই হাজার কোটি ডলারের ধাপ অতিক্রম করে। তার আগে ১৯ ফেব্রুয়ারি রিজার্ভের পরিমাণ এক হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করেছিল। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এক বছর আগে, অর্থাৎ গত বছরের জুনে রিজার্ভ ছিল এক হাজার ৫৩১ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ ৩৭ দশমিক ৩৬ শতাংশ। রিজার্ভ বৃদ্ধির আরেক অন্যতম কারণ হলো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিদেশ থেকে ঋণ আনয়ন। বিদেশ থেকে বেসরকারি খাত গত এক বছরে ২০০ কোটি ডলারের যে ঋণ এনেছে, তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর থেকে চাপ কমিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়।
©somewhere in net ltd.