নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই। জাতিসংঘ মহাসচিবের র্যাং কিং বদলের আশ্বাস

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫

উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র্যাং কিং বদলের বিষয়টি বিবেচনায় এনেছেন জাতিসংঘ। ইতিবাচক ভবিষ্যৎ পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের বহু যুক্তি রয়েছে। সহনশীলতা ও দুর্যোগ মোকাবিলার ওপর বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করছে। টেকসই উন্নয়নে নেতৃস্থানীয় এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের দারুণ অগ্রগতি দেখা যাচ্ছে। শিক্ষা, মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ, জনসেবার উন্নয়ন যেমন স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রেও বাংলাদেশ উন্নতি লাভ করেছে। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অগ্রদূত হিসেবে ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের অর্থনীতি ক্রমেই উন্নতি লাভ করছে। বাংলাদেশের নারী-পুরুষরা একসঙ্গে কাজ করে দেখিয়েছে যে, নারীরা পারেন না এমন কোনো কাজ নেই। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে শিগগির উন্নতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে দেখে জাতিসংঘের মহা সচিব বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ দিয়ে মধ্যম আয়ের দেশ হিসেবে র্যাোঙ্কিং বদলের আশ্বাস দিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.