![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইসেন্স ছাড়া ফরমালিন উৎপাদন, মজুদ, পরিবহণ ও ব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের মাধ্যমে ফরমালিন আমদানি বন্ধ হচ্ছে না, তবে এর অপব্যবহার বন্ধের চেষ্টা করা হচ্ছে। আইনে ফরমালিন মজুদের বিষয়টি রয়েছে। কেউ অবৈধভাবে নিজ বাড়িতে ফরমালিন রাখলে শাস্তি হবে দুই থেকে সাত বছরের কারাদণ্ড। এ আইনের পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তারের পর কোনো জামিন পাবে না। এছাড়া মোবাইল কোর্টেও শাস্তির দিতে পারবে। নতুন এ আইনের মাধ্যমে ফরমালিন উৎপাদন, আমদানি, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার পর্যায়ে নিয়ন্ত্রণ করা হবে। ফরমালিন সাধারণত গবেষণাগার, হাসপাতাল, চামড়াশিল্প, টেক্সটাইল, হ্যাচারি, বোর্ড শিল্প ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। ইদানীং কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যসামগ্রী, যেমন- ফলমূল, শাকসবজি, মাছ-মাংস পচনরোধে এই রাসায়নিক ব্যবহার করছে। ফলে ফরমালিন-মিশ্রিত খাদ্যসামগ্রী মানুষ গ্রহণ করে ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফরমালিন রোধে দেশব্যাপী সরকারের এ অভিযানে ফরমালিনের প্রভাবে জনগণের যে স্বাস্থ্যের ক্ষতি হয় তা অনেকাংশে হ্রাস পাবে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালি করবে বলে আশা করা যায়।
©somewhere in net ltd.