![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের মোট ইলিশের ৬০ ভাগই বাংলাদেশে উৎপাদন হয়। আর দেশে মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান শতকরা ১০ ভাগ। জিডিপিতে অবদান রাখছে ১ শতাংশ হারে। ইলিশ মাছ উৎপাদনের সফলতা ধরে রাখার জন্য দেশের ১৫টি জেলায় ২ লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। ২০০৮-০৯ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল প্রায় ৩ লাখ মেট্রিক টন। তা বেড়ে ২০১২-১৩ অর্থবছরে সাড়ে ৩ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। মৎস্য খাত অতীতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। এই খাতে আরও সফলতা নিয়ে আসার জন্য অনেক পদক্ষেপও ইতোমধ্য হাতে নেয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি আয় হয়েছে ৪ হাজার ৩১৩ কোটি টাকা। গত পাঁচ বছরে মৎস্য উৎপাদনে গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১ কোটি ৭১ লাখ জনসাধারণ মৎস্য কার্যক্রমের সঙ্গে জড়িত। আগামী ২০২১ সালে ৪৫ লাখ ৫২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। জিডিপিতে অবদান রাখতে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি অবশ্যই দরকার। সে জন্যই সরকার মৎস্য উৎপাদন ক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
©somewhere in net ltd.