নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিযাত্রী

আমি অতি সাধারণ একটা ছেলে। শান্ত থাকি এবং শান্তিতে থাকতে ভালোবাসি।

কীবোর্ড

কীবোর্ড › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ বিশ্বকাপ ফুটবল-২০১৪ জ্বরে আক্রান্ত বাংলাদেশে বিদেশি পতাকা উড়ানো।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৩

নূন্যতম গাণিতিক হিসাব



ধরি ১ টা পতাকার দাম নিম্নপক্ষে ১০০ টাকা, তাহলে একটা ছোট এলাকার ১০০ বাড়িতে ১০০ খানা পতাকার দাম=১০০*১০০=১০০০০, একটা ওয়ার্ড বা ইউনিয়নের ১০ টা এলাকা তে

১০০ খানা বাড়ির হিসেব করলে দাম=১০০০০*১০=১০০০০০ টাকা। বাংলাদেশের ৪,৪৯৮ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ১০ টা এলাকার ১০০ টা বাড়িতে উড়ানো পতাকার দাম=১০০০০০*৪৪৪৯৮=৪৪৪৯৮০০০০০ টাকা।



বাংলাদেশ প্রেক্ষিতে কিছু জরিপ

বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে তিন কোটি যুব শক্তি বেকার যার মধ্যে ২ কোটি ৪০ লক্ষ শিক্ষিত বেকার। আর বাংলাদেশে প্রতিবছর(সূত্রঃবিভিন্ন জরিপের ভিত্তিতে সংবাদ পত্রে প্রকাশিত প্রতিবেদন)



প্রাসঙ্গিক বিষয়ের মহাত্ন্য,তাৎপর্য ও বিশ্লেষণঃ

ইচ্ছামত মাপজোক আর নকশা নিয়ে আর নিজ দেশের পতাকার মর্যাদা জলাঞ্জলি দিয়ে (অনেকে বিষয়টি মেনে চলেন বট) অন্য দেশের পতাকা নিজের মাথার উপর উড়িয়ে এক মাসের জন্য একটা দেশের সমর্থন জানানোর গৌরব, কৃতিত্ব, মহাত্ন্য, তাৎপর্য, যথার্থতা, যৌক্তিক সমর্থন ............প্রশ্নাতীত।



আমার ভাবনা

রাস্তায় বের হয়ে যখন বাড়ির ছাদগুলোতে পতাকা উড়তে দেখি তখন চোখের সামনে ১০০ টাকা্র, ১০০০ টাকার (বড় পতাকার দাম) নোটগুলো পতপত করে উড়তেছে বলে মনে হয়।



১ টা ইউনিয়নের বা ওয়ার্ডের পতাকার টাকা যদি ১ক জন বেকার যুবককে দিয়ে খুবই ক্ষুদ্র উদ্যক্তা বানানো হয় তাহলে এক মাসের মধ্যে বাংলাদেশের ৪৪৯৮০ জন বেকার যুবক কর্মমুখী হবে, ৪৪৯৮০ টি পরিবার কর্মমুখী সন্তান পাবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: আপনি মানুষের নিতান্ত সাধারন আনন্দকে বাধাগ্রস্ত করছেন । চার বছরে এক দফা এদেশের খেটে খাওয়া মানুষ অপরের বাড়িতে রাত জেগে খেলা দেখবেন কারন তারা ফুটবল ভালবাসেন । তাদের অনুভুতির বহিপ্রকাশ আমি কোন দলের সমর্থক এটা দেখাতে আর তাই তারা সামান্য উপার্জনের অংশ দিয়ে প্রিয় দলের পতাকা কেনেন । যে হিসাব দিলেন তা অন্য জায়গায় পেশ করুন , ধরুন অর্থনীতি সমিতি , রাবিশ অর্থমন্ত্রী ।

মাত্র একমাসের আনন্দ তাও ভেস্তে দেবেন ? আপনি নিজে কি মহান কাজ করেন শুনি ??

২| ১০ ই জুন, ২০১৪ সকাল ৯:১৯

কেএসরথি বলেছেন: প্রতিটি বছর এই প্যানপ্যানানি একবার শুনতে হয়।

৩| ১০ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৭

হাসিব০৭ বলেছেন: বুঝলাম খরচ করছে কিন্তু এই টাকাটা তো বাংলাদেশেই থাকছে তাই না তাইলে এত লাফানোর দরকার কি আপনাদের জন্য এইসব আনন্দগুলো ফিকে হয়ে যায়। সারা বছরইতো গুম, খুনের জন্য আতংকে থাকতে হয় এই সময়টা না হয় একটু ভালভাবে কাটাইতে দেন

৪| ১০ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩

নিজাম বলেছেন: তথ্য সঠিক। যুক্তিও ঠিক। বাংলাদেশ যদি বিশ্বকাপে যায়, তাহলে অন্যান্য ধনী দেশগুলির জনগণ কী বাঙালীর মতো তাদের দেশে আমাদের পতাকা ওড়াবে? অথবা ক্রিকেট বিশ্বকাপে তো বাংলাদেশ যায়। তখন কয়টা দেশের আকাশে বাংলার পতাকা ওড়ে? খেলা দেখুন, আনন্দ উপভোগ করুন। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি বা অপচয় বন্ধ করুন। কিন্তু আবেগপ্রবণ বাঙালীরা এই যুক্তি মেনে নেবে তো? আপনাকে ধন্যবাদ।

৫| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: িনজ+আম###

এই ইস্যু নিয়ে একটা হরতাল দেয়া যায় , না কি?

৬| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:১৫

নদ বলেছেন: ১৪০০ শত কোটি টাকা দিয়ে এয়ারপোটের নাম করণ করা হল । তখন আপনার এই সব বুলি কোথায় ছিল ?

৭| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮

সুহেদ বলেছেন: ভাই কি বেশী মুত্র বিসর্জনের ভয়ে পানিও এইভাবে হিসেব করে খান !!!!!!!

(জাতির বিবেকের কাছে প্রশ্ন)

৮| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

নষ্ট ছেলে বলেছেন: ওহে নাবালক, গ্রামে গেছো কোন দিন?
গ্রামে এত পতাকা উড়ে না।

৯| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

লুজার ম্যান বলেছেন: জনম আবাল যুক্তি ! আরে ভাই আমরা পতাকার টাঁকা দিয়ে দর্জি (গরিব মানুস) পতাকা বিক্রেতা কিছুটা হলেও স্বাবলম্বী হওার সুজুগ পাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.