![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কচুরপাতায় পানি দিলাম, রাখলো না সে তুলে।
ভিজলো না তার শুকনো শরীর,
অমনি দিলো ফেলে।
দূর পাহাড়ে আওয়াজ দিলাম, একটু যদি শুনে?
লৌহকঠিন বিশাল পাহাড়,
ফিরিয়ে দিলো; প্রতিধ্বনি তুলে।
ভগ্ন, হতাশ হৃদয় নিয়ে; বসে থাকি-গঙ্গা নদীর পাড়ে।
নিঠু-র পাষাণ গঙ্গা নদী,
সইলো না ভার; আমি হারাই চোরাবালির টানে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই ।
শুভেচ্ছা