নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিযাত্রী

আমি অতি সাধারণ একটা ছেলে। শান্ত থাকি এবং শান্তিতে থাকতে ভালোবাসি।

কীবোর্ড

কীবোর্ড › বিস্তারিত পোস্টঃ

স্কলারশীপ নিয়ে ভিসা আবেদনঃ পিতামাতা\'র জাতীয় পরিচয় পত্রের সাথে নামের বানানে অমিল ভাই কে আছেন, আমাকে বাঁচান :(( :((

২৭ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৯

আমি স্কলারশীপ নিয়ে কোরিয়া যাওয়ার ভিসা আবেদন করবো কিন্তু একি?? আমার বাবা-মা'র জাতীয় পরিচয় পত্রের ইংরেজী নামের সাথে আমার সব ডকুমেন্টসের পিতা-মাতা'র ইংরেজী নামের বানানের মিল নেই। এখন কোন উপায় পাচ্ছি না। ভুলগুলো এরকমঃ

পিতার জাতীয় পরিচয়পত্রের ইংরেজী নামঃ MD. Mirazul Islam,
আমার শিক্ষা সনদ এবং পাসপোর্টে পিতার ইংরেজী নামঃ MD. Mirajul Islam--- z এর জায়গায় j দিয়েছি

মাতার জাতীয় পরিচয়পত্রের ইংরেজী নামঃ Mst. Selina Islam
আমার শিক্ষা সনদ এবং পাসপোর্টে পিতার ইংরেজী নামঃ Selina Islam --- Mst. নাই।

উপরোক্ত ভুলগুলোর কারণে আমার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু?

মাত্র পনের দিন এর মধ্যে আমি কি আমার পিতামাতার জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবো?

জীবন-মরণের জংশনে দাঁড়ীয়ে আপনাদের কাছে সমাধানের উপায় চেয়ে আমাকে বাঁচানোর আকুল আবেদন জানাচ্ছি।

বিনীত,
একজন হতভাগা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

তার আর পর নেই… বলেছেন: নির্বাচন অফিস থেকে ফর্ম নিয়ে দুইশ ত্রিশ টাকার ব্যাংক ড্রাফট করে অফিসে জমা দিন, এতে দু থেকে তিন মাস লাগবে।
এক সপ্তাহের মধ্যেও করা যায়, এতে আপনাকে বেশি পরিমাণ টাকা দিতে হবে। আপনি স্থানীয় অফিসে যোগাযোগ করুন।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

আরজু পনি বলেছেন: দেখি অন্যরা কী বলে...পর্যবেক্ষণে নিলাম ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

বটপাকুড় বলেছেন: আমি যত দূর জানি ভিসা আব্দেন করার সময় আপনার পাসপোর্ট একানে প্রধান। কারণ পরিচয় পত্র দিয়ে আপনার নাগরিকত্ব বা গুরুত্বপূর্ণ কোন কাজ করা যায় না। আমার নিজের বিদেশে ভিসা অ্যাপ্লাই এর সময় তো নিজের নাম , সার্টিফিকেটে আর পাসপোর্টে একই আছে কি না সেই টা দেখে। অবশ্য আমি স্মাপ্রতিক কোন নতুন নিয়ম হয়েছে কি না জানি না। আপনার পাসপোর্ট আর সার্টিফিকেটে এক থাকলেই হল। আর আপনার বাবা মা এর নামের চেয়ে আপনার নিজের নাম, আর জন্ম তারিখ ঠিক মত আছে কি না সেগুলো চেক করেন।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

ফয়সাল এম,এফ,কে বলেছেন: কোরিয়ান ভিসা আবেদোনের সময় বাবা মায়ের ভোটার আইডি জমা দিতে হয়। বুঝতে পারলামনা এত বড় ভুল মানুষ কিভাবে করে? ভুলগুলো জমা দিলে আবেদন প্রত্যাখ্যান হবার সম্ভাবনা খুব বেশি। আর হাতে যেহেতু সময়ও কম তাই জেনে শুনে একটা অনৈতিক প্রস্তাব দিচ্ছি। জানি কাজটা অন্যায় তবে কিছু ভাল কাজের জন্য এইটুকু অন্যায় ব্যপার না।
সোজা নীলক্ষেত চলে যান, বাবা মায়ের ভোটার আইডির কার্বন কপি তৈরি করে জমা দিন। বাকি কাগজপত্র সঠিকভাবে জমা দিন।
আশা করি কাজ হয়ে যাবে।
বাই দ্য ওয়ে, কোরিয়ার কোন ইউনিভার্সিটি তে আসছেন? পিএইচডি নাকি মাস্টার্সে?

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কোরিয়ান এ্যাম্বাসির কথা জানিনা, ইন্ডিয়ান এ্যাম্বাসি এখন এনআইডিতে ভুল থাকার কারনে ভিসা রিফিউজ করে দিচ্ছে। আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে কিছু টাকা পয়সা খরচ করে চেস্টা করে দেখুন, দ্রুত ঠিক করাতে পারেন কিনা। সেটাতে কাজ না হলে নোটারি পাবলিকে গিয়ে নাম এফিডেভিট করে, সেটা নিয়ে যেতে হবে পররাস্ট্রি মন্ত্রনালয়ে। ওখান থেকে ওগুলো এনডোর্স করাতে হবে। আপনার বাবা এবং মা দুইজনের নাম আলাদা করে এফিডেভিট করাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.