নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-৩ : নীল নির্বাসন (ঁ)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:০১

গানের শিরোনামঃ নীল নির্বাসন

অ্যালবামঃ চ (শুনতে পারেন এখান থেকে)

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

....................................................



চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি

এলোমেলো আড্ডা, চায়ের গেলাস



ঘুম ঘুম ক্লাসরুম

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে তোমার আকাশ ।।



নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......



এমনও সকাল হয়, অবিরত অপচয়

ছাইদানী ভরা থাকে মরা আগুনে

যাও মেঘ বলে দাও আমি ভালো নেই



জেগে থাকে কথা ক্যান্টিন কোণ

ভোরে বেজে ওঠে যে টেলিফোন

ভুলে ঢাকা পথ হোক নির্জন

একা পথ পড়ে আছে

নির্ঝুম ফাঁকা ক্লাসরুম,

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে তোমার আকাশ



ঘুম ঘুম ক্লাসরুম,

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে, তোমার আকাশ ।।



নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......



এমনও বিকেল আসে

তুমি যাও বাইপাসে

অচেনা লোকাল বাসে

সন্ধ্যে কাবার

যাও পথ খুঁজে নাও পথ পালাবার



মনে পড়ে যায় গত জন্মের পাপ

শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ

সাদা হিমঘর জুড়ে শীতঘুম থাকা ক্লাসরুম

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে তোমার আকাশ



ঘুম ঘুম ক্লাসরুম

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে, তোমার আকাশ।।



চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি

এলোমেলো আড্ডা, চায়ের গেলাস



ঘুম ঘুম ক্লাসরুম

পাশে খোলা জানলা

ডাকছে আমাকে, তোমার আকাশ।।



নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন .....





গান ভালোবেসে গান-২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: গানটা এক্সময় অনেক শুনা হতো

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

dream111rocks বলেছেন: আপনার 'সেই এক সময়' মনে হচ্ছে আমার 'এ সময়' । এই যেমন এই কমেন্ট করার আগেও শুনতেছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.