![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি পারি না, তাই পুস্টাই না।
গানের শিরোনামঃ নতজানু
অ্যালবামঃ গাধা (গানটি শুনতে পারেন এখান থেকে নামিয়ে, সাইজ 5.28MB)
ব্যান্ডঃ চন্দ্রবিন্দু
...............................................
তোমারই সামনে নতজানু আমি
দুই হাত প্রসারিত ।।
যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট
আড়ালেতে ডেকে নিত ।।
রোদ্দুর মাখা হৈ হুল্লোড়ে
অকারণ কিছু শব্দের ভিড়ে
আড়ালেতে ডেকে নিত ।।
জমে ওঠা সেই আড্ডার মাঝে
শীতে কেঁপে উঠা বোবা ছেলেটিকে
আড়ালেতে ডেকে নিত ।।
মাফলার ঢাকা চুপকথা গুলো
নিমিষেই তবে হয়ে যেত রূপকথা ।।
তোমারই সামনে নতজানু আমি
দুই হাত প্রসারিত ।।
যদি ভোরবেলা ভালোবাসা হাত
চিরকুট রেখে দিত ।।
সেই চিরকুটে কোন খড়কুঁটো
আস্তানা হতো পাখিদের ঠোঁটে
আড়ালেতে ডেকে নিত ।।
সাহস যোগাত সেই ছেলেটিকে
একটুকু ছুঁলে ভয় পেয়ে ওঠে
আড়ালেতে ডেকে নিত ।।
চুলে বিলি কাটা চুপকথা গুলো
নিমিষেই তবে হয়ে যেত রূপকথা ।।
কপালেতে চুল পরে আলগোছে
আহা সে বেচারি ঘুমিয়ে পড়েছে
আড়ালেতে ডেকে নিত ।।
ডেকে দেওয়া যেত কোন অজুহাতে
আমারও যে কিছু বলবার আছে
আড়ালেতে ডেকে নিত ।।
চোখ ছুঁয়ে বলা চুপকথা গুলো
নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
মাফলার ঢাকা চুপকথা গুলো
নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
চুলে বিলি কাটা চুপকথা গুলো
নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
গান ভালোবেসে গান-৪
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
dream111rocks বলেছেন: আপনাকেউ ধন্যবাদ
২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শেয়ার করাজন্য ধন্যবাদ । তোমারই সামনে নতজানু আমি
দুই হাত প্রসারিত ।।
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
dream111rocks বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
আরজু পনি বলেছেন:
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ রইল।।