নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-৬ : মন (ঁ)

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩০

গানের শিরোনামঃ মন

অ্যালবামঃ জুজু (গানটি শুনতে পারেন এখান থেকে )

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

.......................................



মন

হাওয়ায় পেয়েছি তোর নাম

মন

হাওয়ায় হারিয়ে ফেললাম ।।



হাওয়া দিল শির শিরানিটা

হাওয়া দিল ডানা

হাওয়া দিল ছেড়া স্যান্ডল

ভুল ঠিকানা ।।



মন রে

হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম

হে হে হে ...



মন

আলেয়া পোড়ালো খালি হাত

মন

জাগেনা জাগেনা সারা রাত।।



জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো

দূরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো ।।



মন রে

ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম

হে হে হে ...



আদরের ডাক যদি মুছে

এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে

বোঝনা এটুকু শিলালিপি



মন রে

ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম

হে হে হে ...



মন,

বুকের ভিতরে যে নরম

মন

ছুয়ো না ছুয়ো না এরকম ।।



ছুয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা

বেপাড়ায় কাঁদবেনা এ মা ছি: ছি: বোকা ।।



মন রে

নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম

হে হে হে ...







গান ভালোবেসে গান-৫

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

না পারভীন বলেছেন: মন
হাওয়ায় পেয়েছি তোর নাম
মন
হাওয়ায় হারিয়ে ফেললাম ।


ভাল লেগেছে ।। :) :)

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

dream111rocks বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।

ধন্যবাদ

২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

নীল বরফ বলেছেন: আমি এই গানটাকে হিসাব করি বাংলায় গাওয়া অন্যতম সেরা গান।পারলে রোজ শোনা হয় ওদের গান, আর যখন ড্রাইভ করি খুব এনজয় করে শুনি।

কলকাতা'র বাংলাব্যান্ডগুলোর গান আমি প্রায় প্রতিনিয়ত শুনি। ভূমি, ফসিলস,পরশপাথর,ক্যাকটাস,মহিনের ঘোড়াগুলো...ওদের গানগুলো সত্যিই ম্যাচুউর।



২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

dream111rocks বলেছেন: আমার কাছেও এই গানটাকে অন্যতম সেরা মনে হয়। চন্দ্রবিন্দুর গান অসাধারণ লাগে। আমি দিন-রাত চন্দ্রবিন্দুতে মজে আজি অনেক দিন ধরে। এর বাইরে ভূমি-মহিনের ঘোড়াগুলি আর কবির সুমন-অঞ্জন দত্ত শোনা হয়।

ওদের গান গুলোর লিরিক্স অসাধারণ, একেবারে চলমান জীবন।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

মনিরা সুলতানা বলেছেন: আদরের ডাক যদি মুছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে



আমার সব চাইতে প্রিয় লাইন ...
অসম্ভব পছন্দের গান :)

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

dream111rocks বলেছেন: মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুয়ো না ছুয়ো না এরকম ।।

ধন্যবাদ।

৪| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

আরজু পনি বলেছেন:

আপনার এই সিরিজটা আমার দিনগুলোকে বাড়তি আনন্দে ভরে দিচ্ছে।

++++++++

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

dream111rocks বলেছেন: আমার পোস্ট আপনাকে বাড়তি আনন্দ দিচ্ছে জেনে অনেক ভালো লাগল।
তাহলে সামুতে গানগুলো পোস্ট করা একেবারে পন্ডশ্রম নয় বলেই মনে হচ্ছে !!

৫| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: 'মন' একদম মন ঠান্ডা করা গান। আপনার গানের পোস্টগুলা দেখলাম। আমার সাথে মেলে ভালো।

শুভসন্ধ্যা।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

dream111rocks বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩

dream111rocks বলেছেন: আপনাকেউ ধন্যবাদ

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা দারুণ গান

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

dream111rocks বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.