নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-৭ : ভিনদেশী তারা (ঁ)

২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৩

গানের শিরোনামঃ ভিনদেশী তারা

অ্যালবামঃ চ (গানটি শুনতে পারেন এখান থেকে)

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

........................................................



আমার ভিনদেশী তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে



ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বলো কাকে



আমার রাত জাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ি

আমার ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ী



আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি ।।



আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতোই ভালো

আমি একলাটি পথ হাটি



আমার বিচ্ছিরি এক তারা

তুমি নাও না কথা কানে

তোমার কিসের এত তাড়া

রাস্তা পার হবে সাবধানে



তোমার গায় লাগে না ধূলো

আমার দু মুঠো চাল চুলো ।।



রাখো শরীরে হাত যদি

আর জল মাখো দুই হাতে

প্লিজ ঘুম হয়ে যাও চোখে

আমার মন খারাপের রাতে



আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোয়া বাড়ি

আমি পাইনা ছুতে তোমায়

আমার একলা লাগে ভারী ।।









গান ভালোবেসে গান-৬

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

গান শুনছি ....
খুব ভালো লাগছে :D

++





আচ্ছা একটা করে গান না দিয়ে একাধিক গান কি দেয়া যায় একেকটা পোস্টে?

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

dream111rocks বলেছেন: গান শুনুন- সুস্থ থাকুন!!


একাধিক গান এক পোস্টে দেওয়ার ইচ্ছা নাই।

পরে কোন পোস্টে সব গান পোস্ট (চন্দবিন্দুর শেষ হলে) এর সংকলন রাখব

২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৩

সায়েদা সোহেলী বলেছেন: ।অনেক পছন্দের একটি গান যতবার শুনি ততই যেন ভালো লাগে !!!

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

dream111rocks বলেছেন: গানটার দুইটা ভার্সন আছে। একটা তো ওদের অ্যালবামের । পরে নতুন করে 'অন্তহীন' সিনেমাটার জন্য ওরা আবার গায়, গানটার আয়োজনে একটু ভিন্নতা আছে। আমার কাছে সিনেমা ভার্সনটা বেশি ভালো লাগে

৩| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর গান ! প্রিয় একটা গান এটা আমার ।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

dream111rocks বলেছেন: এই গানটা একবার যে শুনবে আমার তো মনে হয় তার ভালো না লেগে পারবেই না। প্রথম বার শোনার পর সে ঘোরের মধ্যে চলে যাবে এবং সেই ঘোরের মধ্যে থাকতে থাকতে গানটি টানা কয়েকবার শুনে ফেলবে।

৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: আমার মতে এটা সর্বকালের সেরা বাংলা রোমান্টিক গানের একটা। আমার কাছে সিনেমারটা বেশি ভালো লাগে না। এ্যালবামেরটা শুনলেই আসল ফিলটা পাই।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১২

dream111rocks বলেছেন: আমার কাছে কিন্তু সিনেমা ভার্সন্টা বেশ লাগে। দুটোই ভালো , এই নিয়ে একটু ওঁরা কি বলে শুনে (দেখে) নেই-

কিছুদিন আগে চন্দ্রিল এর ইউটিউবে একটা ইন্টারভিউতে বলেছিল-" অনেকের তা পছন্দ হয়েছে, চন্দ্রবিন্দু ফ্যানদের। অনেকের তা হয় নি। কিন্তু আমার খুব ভালো লেগেছে, যে সিনেমায় যে প্রয়োগটা আলাদা হলেও একই গান দু'টো অন্য ভাবে প্রয়োগ করা হল এই জিনিসটা একটা নতুন এবং হোক না। কারো 'এ' ভালো লাগছে, কারো 'বি' ভালো লাগছে। ক্ষতি তো নেই"

পাশেই অন্য একটা ভিডিওতে অনিন্দ্য- "সেটা কিছু লোকের অসম্ভব প্রিয় হয়েছে, গানটা নিয়ে নতুন করে আলোচনা হয়েছে, এটা আমাদের বড় প্রাপ্তি।"

৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

সঞ্জয় নিপু বলেছেন: আমার শোনা অসম্ভব একটি সুন্দর গান এটি ।
গান টি আমাকে একজন বিশেষ মানুষের কথা মনে করিয়ে দেয় সাথে সাথে তার বিশেষ মুহুরত গুলো...

অবিশ্যাশ্য মিল গানের সাথে ।

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোয়া বাড়ি
আমি পাইনা ছুতে তোমায়
আমার একলা লাগে ভারী ।।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

dream111rocks বলেছেন: আসলেই, প্রত্যকেরই কিছু না কিছুতে মিলে যায় এদের গানে। অসাধারণ লাগে আমার কাছে এদের লিরিক্স গুলো

ধন্যবাদ

৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস একটা গান -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.