নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-৮ : মৌন মুখরতা (ঁ)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

গানের শিরোনামঃ মৌন মুখরতা

অ্যালবামঃ আর জানি না (গানটি শুনতে পারেন এখান থেকে)

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

....................................................



ক্ষণিকের এই স্তব্ধতা

দৃষ্টির নিবদ্ধতা

এলোমেলো হাওয়া চুলগুলো

নিয়মিত অবাধ্যতা



আঙুলের ফাঁকে চারমিনার

কেবিনের মাঝে অন্ধকার ।।



তবুও মনের আড়ালেই রয়ে যায়

যে কথা

মৌন মুখরতা



এত কাছে তবু অচেনা

মুখে আজ কিছু রোচে না

বাড়ালেই হাত পাওয়া যায়

সংশয় তবু ঘোচে না



হতে পারে এটা অভিনয়

তবু এইটুকু মন্দ নয় ।।



এখনও হাত বাড়ালেই পাওয়া যায়

ছোয়া যায়

আঙুলের পেলোবতা



সম্মতির প্রত্যাশায়

ইনটিউশন চমকে যায়

যদি গড়ি এক তাজমহল

এঁকে নেব এক কবিতায়



আমারই চোখে মিষ্টি সে

রিমঝিম ঝিম বৃষ্টি সে ।।



তবুও সে যে না বলাই থাকে হায়

বোঝা যায়



দু'চোখের নিরবতা

নিয়ে যায় কি বারতা

মৌন মুখরতা





গান ভালোবেসে গান-৭

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

না পারভীন বলেছেন: প্রথম শুনছি , বিমুগ্ধ .।

দু'চোখের নিরবতা
নিয়ে যায় কি বারতা
মৌন মুখরতা

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬

dream111rocks বলেছেন:

ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

হাসান মাহবুব বলেছেন: নকল গান।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫

dream111rocks বলেছেন: ওঁরা কি অনুমতি নিয়ে এটা করে নি? যদি করে থাকে তাহলে কি এটাকে নকল বলা যায়? নকল কথাটা নঞর্থক হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে বলে মনে হয়।

অনুবাদ সাহিত্য কি নকল সাহিত্য? না অনুবাদ সাহিত্য একটা শিল্প?

আর এই তথ্য জানানোই ধন্যবাদ হাসান ভাই। জানা ছিল না। গানটা ভালো লেগেছে। তয় চন্দ্রবিন্দুর পরিবেশনটাও খারাপ না!

৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯

বোকামন বলেছেন:
মৌন মুখরতার চাইতে সাউন্ড অফ সাইলেন্স অনেক বেশী ভালো লাগে।।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

dream111rocks বলেছেন: হুম!!

আমার কাছে দুইটাই বেশ লাগল।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নীল বরফ বলেছেন: এই গানটার কথা ভীষন কাব্যিক আর পরিণত।একদম নিছিদ্র নীরব পরিবেশে আমি এই গানটি শুনি,বিমূঢ় বিস্ময়ে।

এর প্রথম অরিজিনটি শুনি ডাস্টিন হফম্যানের অভিনীত The Graduate(1967) মুভিতে the sound of silence শিরোনামে।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

dream111rocks বলেছেন: ধন্যবাদ নীল বরফ

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

আরজু পনি বলেছেন:

:)

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০২

dream111rocks বলেছেন: সামুর ইমো আমার কাছে দুর্বোধ্য লাগে, কোনটার কি যে মানে!!

অন্য ব্লগে দেখি ইমোর পর কার্সর রাখলে ইমোর মিনিং দেখা যায়। সামুতে সেটা নাই-

আফসুস!!-কবে বড় হব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.