নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-১১ : আদরের নৌকো (ঁ)

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৬

গানের শিরোনামঃ আদরের নৌ্কো

অ্যালবামঃ চ (গানটি শূনতে পারেন এখান থেকে)

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

..................................................



ভেসে যায় আদরের নৌকো

তোমাদের ঘুম ভাঙে কোলকাতায়

হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়

ভিকিরিরা স্বপ্ন পায়

তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়



ধুয়ে যায় আদরের পথ-ঘাট

ভেসে যায় আরামের অঞ্চল

রেলিংয়ের ঘুম ঘোরে

টুপ করে কাঁদলো জল

ডানা ভাঙাএকলা কাক

পথ ভেসে থাক

একলাটি থাক



এ জন্মের রেলগাড়িরা যায়

জলপরী হোক ধূলো হাওয়ায়

হাওয়া কে সে আঁকে তার ডানায়

এই নরম চুল ধূলোর ফুল

যায় ভেসে যায়



ভেসে যায় আদরের নৌকো

ভেসে যায় সোহাগের সাম্পান

সিগারেট টুকরোরা মুখচোরা শিখছে স্নান

নুড়ি ঘেরা বালির স্তুপ

জোনাকির রূপ বুকে নিয়ে চুপ



এ জন্মের রেলগাড়িরা যায়

জলপরী হোক ধূলো হাওয়ায়

হাওয়া কে সে আঁকে তার ডানায়

এই নরম চুল ধূলোর ফুল

যায় ভেসে যায়



ভেসে যায় আদরের নৌকো

তোমাদের ঘুম ভাঙে কোলকাতায়

হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়

ভিকিরিরা স্বপ্ন পায়

তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায







গান ভালোবেসে গান-১০

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৬

আরজু পনি বলেছেন:

আপনার শেয়ার করা গানগুলো শুনতে বেশ লাগে।

অনেক ধন্যবাদ রইল।।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

dream111rocks বলেছেন: আপনার বেশ লাগে জেনে ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.