নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাপ্নিক নই আশাবাদী

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

dream111rocks

লেখালেখি পারি না, তাই পুস্টাই না।

dream111rocks › বিস্তারিত পোস্টঃ

গান ভালোবেসে গান-১৫ : অফিস টাইম (ঁ)

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

গানের শিরোনামঃ অফিস টাইম

অ্যালবামঃ আর জানি না (গানটা নামিয়ে শুনতে পারেন এখান থেকে)

ব্যান্ডঃ চন্দ্রবিন্দু

...........................................





অফিস টাইম, বিশ্রী জ্যাম

বড্ড ভিড়, তুলকালাম

ঠ্যাং সরান, ভয় পামাল

গান্ধিবাদ, মিউচুয়াল

দিচ্ছি দৌড়, একটা দশ

হচ্ছে লেট, খেপছে বস



সেখানেই তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই



এসাইনমেন্ট, পুলিশবিট

অনর্থক, বুলশিট

কোনটা ভুল, কোনটা ঠিক

দিচ্ছে জ্ঞান, রাজনীতিক

শব মিছিল, যায় ব্রিগেড

দেয় স্লোগান , give me rate



মিছিলে তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই



প্রেস রিলিজ, চার মাতাল

পার্ক স্ট্রিট, টালমাটাল

ট্যাক্সি নেই, মধ্য রাত

হাত বাড়াই, একটা হাত

পৌঁছে দেয় অন্ধকার

অন্য বাড়ি, অন্য কার



সেখানে তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই



তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই



তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই



তোমাকে দেখতে পাওয়া

তোমাকে দেখতে পাওয়া

দেখতে পাওয়ার কোন scene নেই







গান ভালোবেসে গান-১৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ!

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫০

dream111rocks বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৮

রাকিব আল আজাদ বলেছেন: ্দারুন তো !

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

dream111rocks বলেছেন: হুম, এদের অন্য গান গুলোও শূনে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.